নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথে স্ত্রীর প্রতারনার বিরুদ্ধে এক যুক্তরাজ্য প্রবাসী স্বামী আদালতে মামলা দায়ের করেছেন। স্বামী থাকাবস্থায় স্ত্রী পরকিয়ায় আসক্ত হয়ে ওপর এক ব্যক্তির সাথে বিদেশ পালিয়ে যায়া। এ ঘটনায় গত ৭ মে সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্টেট ২য় আদালতে দক্ষিণ সুরমা সিআর ১৬৭/২০২৫ইং মামলাটি দায়ের করা হয়। আদালত ঘটনাটি তদন্ত করে রির্পোট দাখিলের জন্য দক্ষিণ সুরমা থানা পুলিশকে নিদের্শ দেন।
মামলার অভিযোগে জানা যায়, বিশ্বনাথ থানার সিংরাওলী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আশ্রফ আলী ২০২১সালের ২৮ জানুয়ারী গোয়াহরি গ্রামের ইউনুছ আলী ও ছমিরুন নেছার মেয়ে সাদিয়া আক্তারকে রেজিষ্টারী কাবিনমূলে বিবাহ করেন এবং স্ত্রীকে যুক্তরাজ্য নেয়ার জন্য পাসপোর্ট সংগ্রহ করেন। কিন্তু স্ত্রী সাদিয়া আক্তার পরকিয়ায় আসক্ত হয়ে অন্য এক ছেলের সাথে বিদেশ সহ বিভিন্ন স্থানে স্বামীর অনুমতি ছাড়া বেপরোয়া চলাফেরা করতে স্বামী আশ্রফ আলী বাধা নিষেধ করেন। সাদিয়া আক্তারের অনৈতিক কাজে স্বামী বাধা দেয়ায় চলতি বছর ২৪ এপ্রিল তাঁর পূর্বের পাসপোর্ট থাকাবস্থায় ‘পাসপোর্ট হারিয়েছে মর্মে বিশ্বনাথ থানায় ১১৬৫ নং জিডি করেন এবং ৪ মে ২০২৫ইং তারিখে স্বামী আশ্রফ আলীর নাম বাদ দিয়ে তাঁর ঠিকানা বহাল রেখে জাল তালাকনামা দিয়ে অপর আরেকটি পাসপোর্টের আবেদন করে’। বড় অঙ্কের টাকা বিনিময়ে পাসপোর্টটি ছাড়িয়ে নেয়ার চেষ্টা করছে। আশ্রফ আলী সাদিয়াকে তাঁর বৈধ স্ত্রী দাবী করে নতুন পাসপোর্ট না দেয়ার জন্য পাসপোর্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। মূলত সাদিয়া তার প্রেমিককে নিয়ে স্বামী আশ্রফ আলীর নাম বাদ দিয়ে নতুন পাসপোর্টের আবেদন করে। সাদিয়া এখন দেশে না বিদেশে তার মোবাইল নাম্বার না পাওয়ায় বক্তব্য গ্রহণ সম্ভব হয়নি। এ নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।