নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া সিলিং ফ্যান ও মাল্টিমিডিয়া সেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার লামাকাজি ইউনিয়নের আতাপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম সাইফুল আমিন (২৪)। সে আতাপুর গ্রামের মৃত ফিরোজ আলীর ছেলে।
সূত্রে জানা গেছে, উপজেলার লামাকাজী ইউনিয়নের হাজরাই-আতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত তিন মাসে তিনবার চুরির ঘটনা ঘটে। সর্বশেষ গত সপ্তাহে চুরির ঘটনায় বিদ্যালয় থেকে ২টি সিলিং ফ্যান, ১টি মাল্টিমিডিয়া সেট, ২টি প্লাস্টিকের চেয়ার ও ১টি টেবিল চুরি হয়। এতে কয়েক হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় বিদ্যালয়ের।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বিশ্বনাথ থানার এসআই সামছুল হক সুমনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে চোরাই মালামালসহ সাইফুল আমিনকে গ্রেপ্তার করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্ধ্যা রানী দাস বলেন, “গত তিন মাসে তিনবার চুরির ঘটনা ঘটেছে। প্রতিবারই ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র চুরি হয়েছে। বিষয়টি আমরা উপজেলা শিক্ষা অফিস ও থানা পুলিশকে জানিয়েছি।
এ ঘটনায় শুক্রবার রাতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিন মাহবুব বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা (নং-৮) দায়ের করেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।