নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ উপজেলার সাজিরগাঁও গ্রামের রফিক আলীকে গ্রেফতার করেছে র্যাব ৯। সে উপজেলার শাহজির গাঁও গ্রামের মৃত আরজান আলীর পুত্র। গতকাল বুধবার সিলেট বন্দর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। রফিক আলী বিশ্বনাথ পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি।
র্যাব ৯এর এক সংবাদ বিজ্ঞতিতে বলা হয়, গত ৫আগস্ট সিলেট কোতয়ালী থানাধীন ক্বীন ব্রীজ সংলগ্ন এলাকায় ছাত্র জনতা কোটা বিরোধী আন্দোলনরত অবস্থায় মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর এলোপাতারি অক্রমণ ও গুলি করতে থাকে। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থী পংকজ কুমারের পেটে গুলি লেগে ঘটনাস্থলে নিহত হয়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতের পিতা বাদী হয়ে এসএমপি কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এসএমপি কোতয়ালী থানার এফআইআর নং-৩৩/৩৮৮, তারিখ ২৮/০৮/২০২৪ইং, দক্ষিণ সুরমা থানার মামলা নং-৯, তারিখ ২৬/০৮/২০২৪ইং, একই থানার জিআর মামলা নং-১৫৪/২৪ই, বিশ্বনাথ থানার দ্রæত বিচার আইনের মামলা নং-৭৬/২৪ইং।
স্থানীয়ভাবে রফিক আলীর বিরুদ্ধে রফিক আলীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।