বিশ্বনাথে মসজিদের নলকুপের টাকা আত্নসাৎ করে মুসল্লীকে জখম : থানায় মামলা

অপরাধ বিশ্বনাথ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের চকরামপ্রাসাদ উপরের চক জামে মসজিদে মুসল্লিদের অযু গোসলে পানির তীব্র সংকট ছিল। বিভিন্ন স্থানে ধরনা দিয়ে গ্রামবাসি একটি গভীর নলকুপ স্থাপন করতে পারছিলেন না। এক পর্যায়ে গ্রামের বর্তমান মেম্বার আফিজ আলী ২৫হাজার টাকা দিলে একটি নলকুপ স্থাপন করে দিতে পারবেন বলে আশ্বাস দিলে তাকে মসজিদের তহবিল থেকে টাকা দেয়া হয়। কিন্তু মেম্বার আফিজ আলী নলকুপ বসানোর কথা বলে মসজিদের ৮-১০টি ফসলি গাছ কেটে নলকুপ বসানোর স্থান পরিস্কার করান। কিন্তু ৭/৮মাস অতিবাহিত হওয়ার পরও নলকুপ না দেয়ায় মুসল্লিরা আলাপ আলোচনা করেন। এক পর্যায়ে মুসল্লি মস্তাব আলী নলকুপ না এনে মসজিদের ফসলি গাছ কাটানোর কারন নিয়ে তর্ক-বিতর্ক করেন এবং মেম্বারের নিকটাতœীয়দের কাছে টাকা ফেরত দেয়ার জন্য বলেন। এসময় মেম্বার আফিজ আলী মসজিদে এই আলোচনা হবে জেনে অনুপস্থিত হননি। গতকাল ৭জুন মেম্বার আফিজ আলী ও আতœীয় স্বজনরা ক্ষিপ্ত হয়ে মুসল্লী মস্তাব আলীকে রোল দিয়ে মারপিট করে গুরুত্বর জখম করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মস্তাব আলী থানায় একটি এজহার দাখিল করেন এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করে ঘটনার সত্যতা পেলেও এখনও মামলা রেকর্ড করেনি।

অভিযুক্ত মেম্বার আফিজ আলী জানান, মস্তাব আলী আমার প্রতিপক্ষ। উভয়পক্ষে মারামারি হয়েছে। আর নলকুপের টাকা আতœসাতের ঘটনা মিথ্যা। তদন্তকারি কর্মকর্তা এসআই আব্দুল মান্নান জানান, মস্তাব আলীর শরীরে গুরুত্বর জখম রয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *