বিশ্বনাথে বোনকে উত্যক্তে বাঁধা : ভাইকে কুপিয়ে জখমের মামলায় সিআইডি পুলিশে স্বাক্ষ্য প্রদান

Uncategorized
শেয়ার করুন

ডাক ডেক্স : বিশ্বনাথে বোনের সাথে অশালীন আচরনের আপত্তি করায় ভাইকে কুপিয়ে জখমের দায়েরী মামলায় স্বাক্ষ্য গ্রহণ করেছেন সিআইডি সিলেট জুনের তদন্তকারী কর্মকর্তা মেহেরুনন্নেছা ও সিএইডি পুলিশ সুপার এনামুল কবির। (৬ আগষ্ট) মঙ্গলবার বিকেলে সিলেট উপশহরস্থ কার্যালয়ে স্বাক্ষ্য গ্রহন করেন। আদালতের নির্দেশে গুরুতর এ মামলাটি তদন্ত করা হচ্ছে।
জানাজায়, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বিলপার পূর্বহাটি গ্রামের মনোহর আলী ওরফে মনাইর দুই কন্যাকে বখাটেরা উৎপাত ও অশালীন আচরন করে আসছিল। মনাই ইজ্জতের ভয়ে মেয়ে দুটি স্কুলে আসা যাওয়া বন্ধ করে দেন। এক পর্যায়ে ১২ ফেব্ররুয়ারী কয়েকজন বখাটে ঘরে ঢুকে অনৈতিক আচরনের চেষ্টা করে। এ ঘটনায় বাঁধা ও গ্রামবাসিকে বিষয়টি জানালে ক্ষীপ্ত হয়ে বখাটেরা ২০ ফেব্রুয়ারী রাতে স্থানীয় রাজাগঞ্জ বাজারে মনাইর পুত্র জুয়েলকে দা ও ডেগার দিয়ে কুপিয়ে হাতের ৪টি আঙ্গুল কেটে দেয় এবং মাথায় মারাত্বক জখম প্রাপ্ত করে। আদালতে মামলা দায়ের করলে থানা পুলিশ মামলাটি রেকর্ড করলেও সিলেট গোয়েন্দা শাখার ওসি কামাল আহমদ তদন্ত করে ঘটনার মুল আসামিদের অব্যাহতি দিয়ে ২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। আহত জুয়েলের ভাই বাদি রুহেল আদালতে নারাজি দাখিল করলে শুনানী শেষে আদালত ঘটনাটি তদন্তের জন্য সিআইডি পুলিশকে দায়িত্ব প্রদান করেন। ইতিপূর্বে মামলার তদন্তকারি কর্মকর্তা মেহেরুনন্নেছা কয়েক দফা ঘটনাস্থল পরিদর্শন করে স্বাক্ষী প্রমান গ্রহন করেন। আজ সিআইডির উর্ধতন কর্মকর্তা এনামুল কবির পূণরায় স্বাক্ষীদের স্বাক্ষর গ্রহন করেন। এসময় আসামি পক্ষের কয়েকজন স্বাক্ষীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এ ব্যাপারে মামলার বাদি রুহেল জানায়, আমাদের ঘটনায় ইতি মধ্যে নিরপেক্ষ লোকজন স্বাক্ষ দিয়েছেন, আশা করছি আমরা তদন্তে ন্যায় বিচার পাব।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *