বিশ্বনাথে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা

বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

বিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আপ্তাব মিয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ‘প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় ভোলাগঞ্জ গ্রামে বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ মিয়ার বাড়িতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত ১৭সেপ্টেম্বর বিশ্বনাথ থানার এসআই অণিক বড়ুয়া’র বিরুদ্ধ ৩০ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগ এনে পুলিশ সুপারের নিকট লিখিত দেন খাজাঞ্চি ইউনিয়নর গনাইঘর গ্রামের সুন্দর আলীর স্ত্রী শিবলী বেগম। কিন্তু শিবলী বেগম লোক মুখে বলে বেড়াচ্ছেন ও সাংবাদিকদের কাছে বক্তব্য দিয়েছেন আপ্তাব মিয়ার কাছে টাকা দিয়েছেন। শিবলী বেগম অভিযোগে বলেছেন পুলিশ টাকা নিয়েছে, তাহলে আপ্তাব মিয়ার উপর অভিযোগ কেন। বক্তরা আরো বলেন, শিবলী বেগম একজন হত দরিদ্র নারী। ৩০হাজার টাকা দেয়ার সামর্থ তার নেই। তাহলে এতো টাকা পেলো কোথায়। আর থানায় এমন বড় কোন  মামলাও হয়নি যে বড় অংকের টাকা দিতে হবে। শিবলী বেগম এলাকার মানুষের সাথে সবসময় দুরব্যবহার করে থাকেন। যে কোন বিষয়ে এলাকার ময়মুরব্বি মানেন না, শুধু থানা পুলিশ করা তার কাজ। শিবলী বেগম একটি কুচক্রি মহলের ইন্দনে আপ্তাব মিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। আমরা এই অপপ্রচারের তীব্র নিদা ও প্রতিবাদ জানাচ্ছি।

২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্ব ও স্থানীয় যুবদল নেতা হেলাল আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও বিশিষ্ঠ মুরব্বি লাল মিয়া, ইসমাইল আলী, মানিক মিয়া, খালিক মিয়া ও যুবদল নতা সিরাজ মিয়া। এসময় স্থানীয় ও দলীয় সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *