বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট’র পৈশাচিক হত্যাকান্ড বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ আগস্ট) সকালে পৌর শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুলে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের নিয়ে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখা।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় ক–গ্রুপে ১ম হয় মেরিট কেয়ার স্কুলের শিক্ষার্থী রাহাত ভূইয়্যা, ২য় হয় একই স্কুলের শিক্ষার্থী হাবিবুর রশিদ। আর খ–গ্রুপে ১ম হয় মেরিট কেয়ার স্কুলের অহনা পাল মনীষা, ২য় হয় বিয়াম ল্যাবরেটরি স্কুলের তাহিয়া আক্তার।
এসময় বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিরা। এছাড়া সকল অংশগ্রহণকারীদের সনদপত্র ও ফলজ গাছ উপহার দেয়া হয়।
বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে ও সহ–সাধারণ সম্পাদক আনহার আলীর পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিষদের সাধারণ সম্পাদক ও বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মণি কাঞ্চন চৌধুরী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর রাসনা বেগম, জাতীয় কবিতা পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি কবি আবদুল হান্নান ইউজেটিক্স, প্রভাষক ও কবি শামীম হোসেন, বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সহ–সভাপতি কবির আহমদ, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সহ–সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, পরিষদের সদস্য ও ছড়াকার শেখ কাওছার আলী, শিক্ষক অলক কান্তি দাশ, সদস্য সৌমিত্র ধর।