বিশ্বনাথে প্রবীণ ব্যবসায়ী ইন্তাজ আলীর ইন্তেকাল : দাফন সম্পন্ন

Uncategorized
শেয়ার করুন

ডাক ডেক্স : সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি, সদর ইউনিয়নের বৈদ্যকাপন গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব ইন্তাজ আলী (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…….রাজিউন)। তিনি শনিবার বিকেল ৩ টা ৪৫ মিনিটে সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভোগছিলেন।
শনিবার রাত ৯টা ১০ মিটিনে বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে মরহুম আলহাজ্ব ইন্তাজ আলীর ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের ইমামতি করেন মাওলানা কমর উদ্দিন চৌধুরী ফুলতলী।
বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ নোমান আহমদের পরিচালনায় জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর বড় পুত্র ব্যারিষ্টার আবরার ইলিয়াস অর্নব ও মরহুমের পুত্র মিছবাহ উদ্দিন।

জানাযার নামাজে বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা পরিষদের সদস্য (দক্ষিণ সুরমা) মতিউর রহমান মতি, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক যুগ্ম-সম্পাদক ময়নুল হক, উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম-সম্পাদক বশির আহমদ, উপজেলা জামায়াতের আমীর আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদূদ, উপজেলা সাধারণ সম্পাদক সায়েফ আহমদ সায়েক, যুক্তরাজ্য প্রবাসী নূরুল ইসলাম, মনির আলী, চেরাগ আলী, আব্দুল আলিম রুকন, ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপক মতিউর রহমান, বিশিষ্ট চিকিৎসক এম মাহবুব আলী জহির, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব লেছু মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বর্তমান সহ সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সূফী সামছুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা আসাদুজ্জামান নূর আসাদ, সামছুল ইসলাম, সাবেক উপাধ্যক্ষ মাওলানা রহমত আলী হেলালী, শিক্ষক বাবুল মিয়া, ব্যবসায়ী নুরুল ওয়াছে আলতাফী, সানু মিয়া, কামাল আহমদ, যুবদল নেতা আবু সুফিয়ান, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য শাহ আমির উদ্দিন প্রমুখ সহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এরপর রাত সাড়ে ৯টায় বৈদ্যকাপন গ্রামে ২য় জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *