বিশ্বনাথে প্রথম পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল:উপজেলা সদরে ছিল মানুষের ঢল

Uncategorized
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: আজ ৬অক্টোবর বৃহস্পতিবার বিশ^নাথ উপজেলা বাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। আজকের ঘটনা হবে আগামী দিনের ইতিহাস দীর্ঘ আড়াই যুগের প্রত্যাশিত বিশ^নাথ পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল। ১৯৯৬সালে পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ বিশ^নাথকে পৌরসভা ঘোষনা করলে পরবর্তীতে বিএনপি সরকারের আমলে তা আটকিয়ে রাখা হয় এবং গত কয়েকবছর ধরে সীমানা নির্ধারন করে বিশ্বনাথকে পৌরসভা ঘোষনার গেজেট প্রকাশ করা হয়। আজ সকাল থেকে চতুরদিক থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থী ও তাদের সমর্থকরা থানা সদরে এসে ভীড় জমান। এক এক কওে প্রার্থীরা বিধি মোতাবেক তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। তথ্য মতে, এ নির্বাচনে মেয়র পদে ১১ জন, ৯টি ওয়ার্ডের কাউন্সিলার পদে ৭১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩টি ওয়ার্ডে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে প্রার্থীদের সমর্থকরা মনোনয়ন পত্র দাখিল করতে দেখা যায়। কোনো ধরনের অপ্র্রতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে মনোনয়ন পত্র দাখিল হওয়ায় প্রশাসনের কর্মকর্তা স্বস্তিবোধ করেছেন। মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন, আওয়ামীলীগের প্রর্থী মো: ফারুক আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আকদ্দুস আলী, বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান, যুক্তরাজ্য নিউহ্যাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান সুমন ও সমছু মিয়া। উপজেলা আল ইসলাহ’র সভাপতি তালুকদার মোঃ ফয়জুল ইসলাম (দেয়াল ঘড়ি) ও উপজেলা জমিয়তে ইসলাম’র সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ (খেজুর গাঁছ)। আগামী ০২নভেম্বর নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনে ২০টি ভোট কেন্দ্রে ৩৫ হাজার ৪৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিশ^নাথ উপজেলা আওয়মীলীগের সহসভাপতি আকদ্দুস আলী কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডে নৌকা প্রতীক চেয়ে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রর্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করায় আওয়ামীলীগরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে আকদ্দুস আলী তার দলীয় পদ হারাতে পারেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *