নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের অনুমোদন পাওয়ার আগেই, প্রার্থীর পক্ষে প্রতীকসহ ব্যানার ছাপিয়ে প্রচারনার দায়ে এক সমর্থককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৬ ডিসম্বর) বিকল ৫টায় সিলেটের বিশ্বনাথ পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সম্রাট হাসান। এসময় নির্বাচনী আচরণবিধি লঘনের দায়ে সিলট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানর এক সমর্থককে ৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ময়নুল ইসলাম। তিনি বিশ্বনাথ নতুন বাজার এলাকার বাবুল মিয়া ছেলে।
প্রসঙ্গত, স্বপদে বহাল থেকে প্রার্থী হওয়ায়, দুই দফা বাতিলের পর ইলেকশন কমিশনারের আদেশ চ্যালেঞ্জ করে হাইর্কোটে প্রার্থিতা ফিরে পান বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। এখনও তাকে প্রতীক অনুমোদন দেয়নি নির্বাচন কমিশন। তবুও, তার কর্মী-সমর্থকরা প্রতীক হিসেব ‘ট্রাক’র ছবিসহ পোস্টার ও ব্যানার ছাপিয়ে প্রচারণায় নামেন।
এ বিষয় কথা হল বিশ্বনাথ উপজলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সম্রাট হাসান বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্গনের দায়ে আজ এক প্রার্থীর সমর্থককে ভ্রাম্যমাণ আদালত বসিয় জরিমানা করা হয়েছে।