বিশ্বনাথে প্রতিবন্ধি ভাই ও মায়ের উপর সৎভাই ভাবির হামলা : হাসপাতালে ভর্তি

অপরাধ বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথে শারীরিক প্রতিবন্ধি আবদাল আহমদ ও তার মা রুফিয়া বেগমের উপর হামলা করা হয়েছে। গতকাল (১৭ অক্টোবর) শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দশঘর ইউনিয়নের মান্দারুকা গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় আবদাল আহমদকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর তার মা রুফিয়া বেগমও প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। আবদাল মান্দারুকা গ্রামের মৃত মনফর আলী ছেলে। এ ঘটনায় আবদাল মিয়া বাদী হয়ে, তার সৎভাই জামাল আহমদকে প্রধান অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, জামাল আহমদ, বাদশা মিয়া, বাবুল মিয়া, সারং মিয়া, সুজিনা বেগম ও জোসনা বেগম। তারা একই বাড়ির বাসিন্ধা।

আবদাল তার অভিযোগে উল্লেখ করেছেন, বিবাদীদের সাথে আমাদের পূর্ব রয়েছে। তারা চায়, আমি ও আমার মা ভাইকে বসত বাড়ি হইতে তাড়িয়ে দিতে। গতকাল রাতে বিবাদী হঠাৎ করে আমার মা রুপিয়া বেগমকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। বাধা নিষেধ করলে বর্ণিত বিবাদীরা আমাকে চড় থাপ্পড় ও লাটি দিয়ে মারধর করে। এতে আমার শরীরে লীলা ফোলা জখম হয়। আমার মুখে লাথি মারলে আমার অর্ধেক দাঁত ভেঙ্গে যায়। আমার মা রুপিয়া বেগম ও আমার ভাই আমাকে রক্ষা বাচতে আসলে তাদেরকেও টানা হেছড়া করে। আমাদের আত্নচিৎকারে আশ-পাশের লোকজন আসিলে আমরা প্রাণে রক্ষা পাই। বিবাদীরা আমাদেরকে দীর্ঘদিন ধরে এভাবে মারপিট করিয়া আসিতেছে। বর্তমানে তাদের ভয়ে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা উক্ত ঘটনাকে কেন্দ্র করে আমি ও আমার পরিবারের যে কোন ক্ষতি সাধন করিতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে সৎভাই জামাল আহমদ জানান, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি একপর্যায়ে আমার ফুফাত ভাইয়ের সাথে দস্তাদস্তি হয়েছে। পরে মুরব্বিয়ানরা তাকে চিকিৎসায় পাঠিয়েছেন। এ ঘটনায় মামলা করলে কি আর করার আছে।

এ ব্যাপারে বিশ^নাথ অফিসার ইনচার্জ ওসি এনামুল হক চৌধুরী জানান, প্রতিবন্ধি আবদাল আহমদের অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত সাপেক্ষে আইগত ব্যবস্থা গ্রহণ করবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *