বিশ্বনাথে প্রতারনা করে নারীর টাকা আত্নসাৎ : গা ঢাকতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের

অপরাধ বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিবলী বেগম থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। সেই জিডির তদন্তকারি কর্মকর্তা এসআই অনিক বড়ুয়া। ঘটনার তদন্ত করতে গেলে সালিশানগণ আপোষ মিমাংসার স্বার্থে প্রতিবেদন না দিতে অনুরোধ করেন । এরপর বিষয়টি নিয়ে এলাকায় কয়েক দফা বৈঠক হয়। এক পর্যায়ে রিপোট তেরী করতে পুলিশকে জানায় ওই নারী এবং চাপ সৃষ্টি করে। এতে এলাকার লোকজন ওই নারীর বিরুধে ক্ষেপে যান। দুষ্টু লোকের ছত্র ছায়ায় অভিযোগ দেয় পুলিশের বিরুদ্ধে।

শিবলী বেগম পুলিশের কাছে ৩০হাজার টাকা তিনি নিজ হাতে দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির এক নেতার মাধ্যমে ৩০হাজার টাকা দিয়েছেন বলে জানিয়েছেন।

এদিকে এসআই অণিক বড়ুয়া তার বিরুদ্ধে আনিত  অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে বলেন, আফতাব মিয়াকে সাথে নিয়ে থানায় বাদীনি একটি জিডি করেছেন।

সেই জিডির প্রসিকিউশন গত ১৬সেপ্টম্বর আদালতে দাখিল করেছি। পরদিন ১৭সেপ্টেম্বর বাদীনি আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *