বিশ্বনাথে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন

বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :“শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও রাসেল দিবস পালিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেল দিবসে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, র‌্যালি, কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং প্রার্থনার মাধ্যমে দিবসটি পালন করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা কর্মকর্তা সোহেল রানার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি আসমা জাহান সরকার, থানার ওসি জাহিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কণক চন্দ্র রায়, সমাজ সেবা কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা প্রকৌশলী আবু সাইদ ও রামসুন্দর হাইস্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র তাওসিফ আহমদ।
এসময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অন্যদিকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় রাসেল দিবস পালিত হয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *