নিজস্ব প্রতিবেদক : গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষে সিলেটের বিশ্বনাথে দূর্নীতি প্রতিরোধ বিষয়ক আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয় এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি। সহযোগিতা ও অর্থায়নে ছিল দূর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় সিলেট।
বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ার হওয়ার গৌরব অর্জন করে চাউলধনী স্কুল এন্ড কলেজ।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম মনোওর আলীর সভাপতিত্বে ও সদস্য আনহার আলীর পরিচালনায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার। প্রধান বক্তার বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট’র কোর্ট পরিদর্শক মো. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ নেছার আহমদ।
এরআগে বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ্ বিচারকের দায়িত্বে ছিলেন, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. দেলওয়ার হোসেন, প্রভাষক মোস্তফা কামাল ও আলহাজ্ব রইছ মিয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সাবিনা বেগম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির মো. মধু মিয়া, মঈনুর রহমান, বিভাংশু গুণ বিভু, সমিত্র ধর, শিক্ষক শংকন কান্তি মন্ডল, শফিক আহমদ পিয়ার, সমীর দে, ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম প্রমূখ।