নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাধবপুর গ্রামে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর করুন মৃত্যু হয়েছে। নিহত দুই শিশুর মধ্যে একজন হল, মৃত রোশন আলীর পুত্র সামাদ আহমদ (৮), অপরজন সৌদি প্রবাসি হাবিবুর রহমানের একমাত্র পুত্র মো. আল-আমিন (৭)। আজ (১৭ মে) শনিবার দুপুরে রোশন আলীর বাড়ির পেছনের পুকুরে ডুবন্ত অবস্থা লাশ দুটি উদ্ধার করেন পরিবারের লোকজন।
খবর পেয়ে থানার ওসি এনামুল হক চৌধুরী একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সরেজমিন গিয়ে জানাগেছে, নিহত শিশু আল আমিন তার নানা বাড়িতেই থাকে। জন্মের আগ থেকেইতার বাবা সৌদিআর প্রবাসী। সামাদ ও আল আমিন দুজন সবসময় একসাথে খেলাদুলা করে থাকেন। আজ দুপুরে সামাদ ও আল আমিন এাকসাথে পুকুরে গোসল করতে নামেন। সামাদের মা দুজনকে পানিতে দেখে গোসল না করতে বাধা দেন। এতে দুজন দুদিকে চলে যায়। কিছুক্ষন পর আবারও দুজন বাড়ির লোকজনের চোখ ফাকি দিয়ে পুণরায় পুকুরে গোসল করতে নামে। প্রথমে আল আমিনকে খুজে কোথাও না পেয়ে সামাদের বাড়িতে আসলে পুকুর ঘাটে দেখা যায় দুজনের কাপর। ধারনা করে খোজাখুজি করে পানির নিচে দুজনকে একে অপরকে ধরা অবস্থায় পাওয়া যায়। এক পর্যায়ে দুই শিশুকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসক।
আল আমিন সাতার জানত না আর সামাদ মোটামুটি সাতার জানত বলে জানাগেছে। তবে, দুজনের পরিবারের দাবী সাতার না জানার কারনে দুজনের মৃত্যু হয়েছে।