নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির কার্যালয়ের পাশে পুরনো একটি ড্রেন সংস্কার না করায় ড্রেনের ময়লা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ট আশ-পাশ বাসা-বাড়িসহ পথচারিরা। ড্রেনের পানি নিস্কাশন না হওয়ায় পচা পানি রাস্তায় ছড়িয়ে পড়ে। এতে মানুষের চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে।
বিষয়টি একাধিকবার পৌরসভা কার্যালয়ে গিয়ে অবহিত করা হয়েছে। কিন্তু কোন ব্যবস্থা নেয়া হচ্ছে। একটু বৃষ্টি হলেই ড্রেনের পানি চলাচলের রাস্তায় গড়ায়। এসব পচা পানিতে চড়াচ্ছে নানা রোগ জিবানু। জরুরী বিভিত্তে ড্রেনটি সংস্কার করে সুষ্ট পরিবেশ ফিরিয়ে আনতে অনুরোধ জানিয়েছেন নতুন বাজারের সচেতন নাগরিকগণ।