বিশ্বনাথে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

বিশ্বনাথ সিলেট স্বাস্থ্য
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্বনাথ পৌর শহরের রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিকাদান প্রদানের মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক সবিনয় দাশ তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন রামসুন্দর সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, মেডিকেল অফিসার মা ও শিশু পরিবার পরিকল্পনা বিভাগের ডা. ফাহিমা আক্তার, রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ।

এসময় বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সদস্য সুজিত দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট এ্যনেসথিসিয়া ডা.তপজিত ভট্রাচার্য্য, স্বাস্থ্য পরিদর্শক অজিত রঞ্জন  দেব, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক আলী আহমদসহ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী এবং স্বেচ্ছাসেবক বৃন্দ উপস্থিত  ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ ক্যাম্পেইনের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্লেনার্সারি থেকে নবম শ্রেণি পর্যন্ত এবং কমিউনিটির ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং এবং কমিউনিটির ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী উপজেলার ৫১ হাজার ৯০৮ জনের মধ্যে এ টিকাদান প্রদান করা হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *