বিশ্বনাথে জার্মান শেফার্ড রাগনারকে কুপিয়ে হত্যা : মামলা : গ্রেফতার-১

বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে জার্মান শেফার্ড (রাগনার) নামের এক কুকুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দু’টি পক্ষের অন্তত আরো ১০ নারী পুরুষ আহত হয়েছেন। ঘটনাটি উপজেলার শ্রীধরপুর গ্রামের আশিক আলীর বাড়িতে ঘটেছে। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন আশিক আলী, (মামলা নং-৮/২৩ইং)।
মামলার এজহার সুত্রে জানাগেছে, শ্রীধরপুর গ্রামের আশিক আলী ও শাহজাহান সিরাজের মধ্যে বেশ কিছুদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরুধ রয়েছে। ঘটনার দিন আশিক আলী গংরা সিলেটের আদালতে স্বাক্ষী শেষে বাড়ি ফেরার পথে দু’পক্ষের মধ্যে বাক বিতন্ডার একপর্যায়ে হামলার শিকার হন আশিক আলী গংরা। এসময় তাদের পোষা প্রাণী জার্মান শেফাড এগিয়ে আসলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় কুকুরটি মারা যায়। কুকুরের সুরতহাল শেষে গত ২৪ জুলাই রাতে আশিক আলী হয়ে থানায় মামলা দায়ের করেন। মালার দায়েরের পর পরই পুলিশ মৃত আনফর আলীর পুত্র নজির মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
মামলার অপর আসামিরা হলেন- শ্রীধরপুর গ্রামের মৃত লালু মিয়ার পুত্র সজিব আলী ওরফে মুসা, মৃত মছদ্দর আলীর পুত্র সেবুল আলী, শাহজাহান সিরাজের পুত্র রেজা আলী, আলী হোসেন, সুজাত মিয়া, মৃত মছদ্দর আলীর পুত্র শাহজাহান সিরাজ, সুন্দর আলী, মৃত সোনাব আলীর পুত্র শাহাব উদ্দিন, ছামির উদ্দিন, মৃত আনফর আলীর পুত্র নজির মিয়া, মৃত মখাদ মিয়ার পুত্র গিয়াস উদ্দিন, গিয়াস উদ্দিনের পুত্র সাহেল মিয়া, শাহাব উদ্দিনের পুত্র রুহেল মিয়া, মৃত লালু মিয়ার স্ত্রী মোছা: সমতা বেগম, শাহজাহান সিরাজের স্ত্রী মোছাঃ রেজিয়া বেগম, সেবুল আলীর স্ত্রী আয়শা বেগম। পলাতক থাকায় আসামি পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এঘটনায় থানায় মামলা দায়ের ও একজনকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *