বিশ্বনাথে জাতীয় সমাজসেবা দিবস পালিত

বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে জাতীয় সমাজসেবা দিবস পান করেছে উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসিনক ভবনের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা পরিষদ মাঠ থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সভায় বক্তারা বলেছেন, সমাজসেবার কাজকে মানুষের দোরগোড়ায় পৌছাতে হলে, উপজেলার বিভিন্ন ইউনিয়ননের চেয়ারম্যান বা ইউপি সদস্যদের মাধ্যমে তালিকা করে কোনভাবে কারো দ্বারা প্রভাবিত না হয়ে প্রকৃত সেবাভোগীদের চিহ্নিত করে তাদেরকে সেবাদান করতে হবে। এসময় সম্পূর্ণ দালালমুক্ত সমাজসেবা কার্যক্রম পরিচালনা করার আহবান করেন বক্তরা।

উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়’র সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মো. আশরাফুল ইসলাম’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, লামাকাজী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান, বিআরডিবি কর্মকর্তা ওয়ারেসাত আল-আমিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ রোগী কল্যাণ সমিতির আজিবন সদস্য মধু মিয়া, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন’র সভাপতি এমদাদ হোসেন নাইম, সমাজসেবক, প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সভাপতি আহমদ আলী হিরন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ফারুক আহমদ, সাথী যুব সমাজ কল্যাণ সংস্থার সহ-কোষাধক্ষ মো. শাহাব উদ্দিন, দারুল হিকমা এতিমখানার কর্মী জাকারিয়া।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী মো. শামীম আহমদ, তাউহীদ, মো. মাসুদ রানা, মোক্তার আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার মোক্তার আলীর সহধর্মীনি মিনারা বেগমসহ আরো অনেকে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *