বিশ্বনাথে চোর চক্রের ৩সদস্য পুলিশের খাঁচায় : টমটম উদ্ধার

অপরাধ বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথে অটোরিকশা চোর চক্রের ৩সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৬অক্টোবর) ভোররাতে ছাতক থানাধীন গোবিন্দগঞ্জ ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামের কাইয়ুম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া অটোরিকশা (টমটম)। গ্রেফতার হওয়া চোর চক্রের সদস্যরা হচ্ছে, সুনামগঞ্জের মধ্যনগর থানার রাজাপুর গ্রামের কালা মিয়ার পুত্র রকি মিয়া (২৪), (বর্তমানে) বিশ্বনাথের রামপাশা মুজাইপাড়া গ্রামের মৌরশ আলীর কলোনীর বাসিন্ধা, দোয়ারা বাজার থানার পালকাপন গ্রামের খোকা মিয়ার পুত্র সাদ্দাম হোসেন (৩৫), আব্দুল হামিদের পুত্র রফিকুল ইসলাম (৩৩)। পুলিশ আজ শুক্রবার আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ সুত্রে জানাগেছে, গত ৮ সেপ্টেম্বর পৌরসভার  ইসলামেরগাও আটঘর গ্রামের কামাল মিয়ার গ্যারেজ থেকে রাতে অটোরিকশাটি চুরি হয়। পরদিন সকালে অটোরিকশার মালিক আফসারুল হক বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

বাদীসহ স্থানীয়রা সিসিটিভির ফুটেজ অনুসন্ধান করে চোর সনাক্ত করলেও ভুয়া নাম ব্যবহার করায় তাৎক্ষনিক রকির সন্ধান মেলেনি। একপর্যায়ে গত ১৬ অক্টোবর রাত ১১টার দিকে রকিকে নকিখালি পেয়ে বাদীসহ স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশের জিজ্ঞিাসাবাদে রকি অটোরিকশা চুরির কথা স্বীকার করে এবং অটোরিকশাটি চুরির পর সেটি ৩৮হাজার টাকায় দোয়ারা বাজারের রফিকুল ইসলামের নিকট বিক্রি করে। রফিকুল ইসলামকে গ্রেফতার করলে সে জানায় তার মামাতো ভাই সাদ্দাম হোসেনের কাছে ৫৫হাজার টাকায় রিকশাটি বিক্রি কলেছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সাদ্দামকে গ্রেফতারের পর অটোরিকশাটি উদ্ধার করে সক্ষম হয় পুলিশ।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ ৩চোরসহ অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *