বিশ্বনাথে চাঞ্চল্যকর সুমেল হত্যার ৩০আসামী জেলহাজতে

অপরাধ বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিসস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে চানঞ্চল্যকর স্কুল ছাত্র সুমেল হত্যা মামলার ৩০আসামীকে জেল হাজতে প্রেরন করেছেন আদালত। সিলেটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন আসামী পক্ষের আইনজীবির যুক্তিতর্ক শেষে তাদের জেল হাজতে প্রেরনের আদেশ দেন।

মামলার ৩২জন আসামীর মধ্যে প্রধান আসামী সাইফুল গ্রেফতারের পর থেকে জেল হাজতে রয়েছে এবং একজন পলাতক। মামলার বাদিপক্ষের সিনিয়র আইনজীবি এএসএমগফুর এ তথ্য নিশ্চিত করেন।

আসামীরা মামলাটিকে ভিন্নখাতে নিতে মহামান্য হাইকোটে কমপক্ষে দশটি রীট করে মামলাটি বিলম্বিত করার চেষ্টাকরে ব্যর্থ হয়।

আসামীরা হচ্ছেন,নজরুল আলম, লুৎফুর রহমান, ময়ুর মিয়া, সিরাজ উদ্দিন, আসকির মিয়া, ইলিয়াছ মিয়া, আব্দুন নুর, জয়নাল, কাওছার রশীদ, দিলাফর আলী, পারভেজ, ওয়াহিদ, জামাল, আব্দুল জলিল, দিলোয়ার হোসেন, ফরিদ মিয়া, আকবর মিয়া, আজাদ মিয়া, মোক্তার আলী, আংগুর আলী, জাবেদ ইসলাম, মকলিছ আলী, ফিরোজ মিয়া, রাজন মিয়া শাহিন, আশিক, সদর আলম, আনোয়ার হোসেন, আব্দুর রকিব।

সাইফুল আলম জেল হাজতে পুর্ব থেকেই রয়েছে এবং মামুনুর রসীদ পলাতক। ২০২১ সালের ১মে আসামী সাইফুল ও তার বাহিনী পৃর্ব পরিকল্পনা মতে, চাউলধনী হাওরকে জোরপুর্বক দখল করে সেচ দিয়ে মাছ নিধন করে আসছে। কৃষকরা বাধা দিলে বৈঠক করে চৈতন নগর নোয়াগাও গ্রামের নজির মিয়ার জমিতে ভেকু মেশিন দিয়ে জোর পুর্বক মাটি কাটতে থাকে এবং জমির মালিক বাধা দিতে চাইলে বন্দুক দিয়ে পাখির মত গুলি করে স্কুলছাত্র সুমেলকে হত্যা করে। সুমেলের বাবা চাচা লসহ আরও ৫জন গুলিবিদ্ধ হন। সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে বিশ্বনাথ থানায় ৩২জনকে আসামী করে মামলা দায়ের করলে তৎকালীন বিশ্বনাথ থানার ওসি তদন্ত রমা প্রসাদ চক্রবর্তী তদন্ত শেষে ৩২জনের বিরুদ্ধেই আদালতে চার্জশীট দাখিল করনে।
আগামি ৩০ জুলাই মামাটির রায়ে তারিখ নির্ধারণ করেছেন আাদালত।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *