নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ স্কুল এন্ড কলেজ এবং খাজাঞ্চি ইউনিয়নের দ্বীপবন্ধ বিলপার পশ্চিম হাটি গ্রামের মধ্যবর্তী স্থানে ‘খাজাঞ্চি’ নদীর উপর পাকা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন এলাকাবাসি। গত সোমবার সন্ধা ৭ঘটিকার সময় আশুগঞ্জ বাজারে এলাকাবাসীর এক মত বিনিময় সভায় স্থানীয় জনসাধারনের নিকট থেকে অনুদান সংগ্রহ করে ব্রিজটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জামাল আহমদের সভাপতিত্বে ও আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিনিয়র সাংবাদিক ও কলামিষ্ট এএইচএম ফিরোজ আলীকে সভাপতি, সহ-সভাপতি জামাল আহমদ, পঙ্কজ বিহারি দাস, আয়াজ আলী, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মতিন (পালেরচক), সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন (দীপবন্দ পূর্বহাটি) ও হাজী মখদ্দুছ আলী আলীকে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট ব্রিজ বাস্তবায়ন কার্যকরি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, হাজী খুরশিদ আলী (দ্বীপবন্দ পশ্চিমহাটি), আনোয়ার হোসেন (পালের চক), সিরাজ উদ্দিন সাবেক মেম্বার (গোবিন্দ নগর), তাজুল ইসলাম (মনোহরপুর), ছখা মিয়া (পাঠাকইন), গিয়াস উদ্দিন (দ্বীপবন্দ পূর্বহাটি), ফারুক আহমদ (জয়নগর)।
সভায় ১৬টি গ্রামের একটি করে উপ কমিটিও গঠন করা হয়। ইতিপূর্বে এলাকাবাসির কয়েকটি সভায় দেশে বিদেশে থাকা বিত্তবানদের নিকঠ থেকে অনুদান সংগ্রহ করে ব্রিজটি নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তারা প্রতিটি গ্রামের ও প্রবাসিদের তালিকা তৈরী করে অনুদান সংগ্রহ করার সিদ্ধান্ত গ্রহণ। ইতিমধ্যে ১০লক্ষাধিক টাকার অনুদান ঘোষনা করেছেন কয়েকজন গ্রামবাসি।