নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে এক কানাডা প্রবাসীকে মোবাইল ফোনে টাকা চাঁদা দাবি করে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনায় প্রবাসীর বাবা আব্দুল করিম বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। তিনি পৌরসভার রামধানা গ্রামের বাসিন্দা।
সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেছেন, অজ্ঞাতনামা ব্যক্তি বেশ কিছুদিন ধরে (০০৮২১৩৩৯৩১১৮৫৭৭২, ৫৬৮৭৩১৫২) নাম্বার থেকে আমার ব্যবহৃত মোবাইল নাম্বারে (০১৭৪২৪-৯৬৬৩৫)কল করে বিপুল পরিমাণ টাকা চাঁদা দাবি করে আসছে। তাছাড়া আমার ছেলেদের নামে বিভিন্ন বাজে মন্তব্য এবং আমাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রাণনাশের হুমকি দিচ্ছে। টাকা না দিলে আমার কানাডা প্রবাসী ছেলেসহ আমার পরিবারের ক্ষতি সাধন করবে।
চাঁদাবাজ ব্যক্তির হুমকি ধামকিতে আমি এবং আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভোগছি। এ ঘটনায় আব্দুল করিম বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছি, (ডায়েরী নং-১১২০/২৪ইং)।