বিশ্বনাথে কলেজ ছাত্রীর কান্ড : কোটি টাকা আত্মসাৎ করে উধাও!

অপরাধ বিশ্বনাথ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে প্রতারনা করে কোটি টাকা আতœসাৎ করে উধাও হয়েছে এক কলেজ ছাত্রী। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলেজ ছাত্রীর নাম আমেনা বেগম, সে দক্ষিণ সুরমা উপজেলার নাজির বাজারের ঈদগাহ বাজার এলাকার মৃত আবুল হোসেনের মেয়ে। এ ঘটনায় আমিনা বেগম ও তার ভাই জাকির হোসেনের বিরুদ্ধে প্রতারনা ও টাকা আতœসাতের দায়ে দন্ডবিধি আইনের ৪০৬/৩০৪/৩১৮/৫০৬/১০৯ধারা মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং, বিশ্বনাথ সিআর ২৭০/২৪ইং)। এ তথ্যটি নিশ্চিত করেছেন মামলার বাদি পক্ষের সিনিয়র আইনজীবি এএসএমগফুর।

জানাযায়, দৌলতপুরই উনিয়নের মৌলভীগাঁও গ্রামের আজাদ মিয়া ও তার ভাইসহ পরিবারের সকলেই যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। শুধু মাত্র তাদের বৃদ্ধ মা রোকেয়া খাতুন নিজ বাড়িতে একা থাকায় আপন মামাতো বোন আমিনা বেগমকে তাদের বাড়িতে নিয়ে আসেন। আমিনা বেগম ষষ্ট শ্রেণী থেকে এইচএসসি পর্যন্ত তাদের বাড়ি থেকে লেখা-পড়া করে আসছিল। কোন পুরুষ লোক বাড়িতে না থাকায় সরল বিশ্বাসে আমিনার নামে উত্তরা ব্যাংক বিশ্বনাথ ও পূবালী ব্যাংক সিংগের কাছ শাখায় পৃথক দুটি একাউন্ট খুলে দীর্ঘদিন ধরে টাকা লেনদেন করে আসছেন। গত ৪ সেপ্টেম্বর আমিনা বেগম তার ভাই জাকির হোসেনকে খবর দিয়ে এনে পূবালী ব্যাংক থেকে ৫০লাখ টাকা উত্তোলন, ঘরে থাকা নগদ ৪হাজার ৫০০পাউন্ট, ৭ভরি স্বর্ণালংকার ও ঘরে থাকা নগদ ৩লাখ টাকাসহ কোটি টাকা নিয়ে বাড়ি থেকে উধাও হয়ে যায়। ঘটনার খবর পেয়ে মামলার বাদি জয়নাল আবেদীন যুক্তরাজ্য থেকে দেশে এসে আমিনাকে না পেয়ে তার বাড়িতে গেলে আমিনা ও জাকির হোসেন তাদেরকে গালিগালাজ করে অপহরণের মামলা দেয়ার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। এমন ঘটনায় পুরো সিংগেরকাছ এলাকায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছে। আমিনা বেগমের ০১৭১০-২৩৭৮৯৩ নম্বর মোবাইলে একাধিক বার কল করলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। মামলার বাদী জয়নাল আবেদীন জানান, আমেনার ভাই জাকির হোসেন, তার বোন আমিনাকে লন্ডন পাঠানোর জন্য ২জনই মিলে আমাদের টাকা আতœসাৎ করেছে। মামলার তদন্তকারি কর্মকর্তা বিশ্বনাথ থানার ওসি তদন্ত মো: আব্দুর রব বলেন, মামলাটি তদন্তা চলছে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *