বিশ্বনাথে ঔষধ প্রশাসনের অভিযানঃ লক্ষাধিক টাকার অবৈধ ঔষধ উদ্ধার

Uncategorized
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ঔষধ প্রশাসন এক অভিযান চালিয়ে বিশ্বনাথের লামাকাজিতে ৩টি ফার্মেসী থেকে লক্ষাধিক টাকার অবৈধ ঔষধ উদ্ধার করেছে। রামপাশা স্ট্যান্ডে একটি ফার্মেসীতে সরকারি মালামাল রাখার অভিযোগে তালাবদ্ধ করা হয়েছে। আজ শনিবার (২৮ আগষ্ট) বেলা ১১টার সময় সিলেট ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক শিকদার কামরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। লামাকাজি বাজার এলাকায় বেশ কয়েকটি ফার্মেসীতে তল্লাশি করা হয়। এসময় মোহাম্মদিয়া ফার্মেসী, ফ্রেন্ড ফার্মেসী, জান্নাত ফার্মেসী এই তিনটি ফার্মেসী থেকে লক্ষাধিক টাকার ফিজিশিয়ান স্যাম্পুল ঔষধ উদ্ধার করা হয়। এসব ঔষধ সরকারিভাবে ক্রয় বিক্রয় নিষিদ্ধ। অভিযানকারী দল বিশ্বনাথ বাজার, বৈরাগী বাজারে গিয়েও কয়েকটি ফার্মেসী তল্লাশি করেন। রামপাশা বাজারে সুমি ফার্মেসীতে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি বড়ি, কনডম ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ থাকায় ফার্মেসীটি তালাবদ্ধ করে দেন। বিশ্বনাথ বাজারসহ বেশ কয়েকটি ফার্মেসীকে লাইসেন্স নবায়নের জন্য নোটিশ প্রেরণ করা করা হয়। মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়, এমন কিছু ঔষধ কয়েকটি ফার্মেসীতে পাওয়ায় কারণ দশানোর নোটিশ দিয়ে লাইন্সেস বাতিলের হুশিয়ারী দেয়া হয়। প্রত্যেকদর্শীরা অভিযানের এসব তথ্য নিশ্চিত করেন। বিশ্বনাথ বাজারের কলিকাতা হারবাল এর সাইনবোর্ড খুলে রাখার নিদের্শ দেয়া হয়।
সিলেট ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক শিকদার কামরুল ইসলাম, ‘বিশ্বনাথের ডাক ২৪ডটকম’কে জানান, লাইসেন্সবিহীন ফার্মেসী, মেয়াদউর্ত্তীণ ও অনুমোদনবিহীন ঔষধ এবং গ্রামের অসহায় নিরিহ লোকদের অধিকমূল্যে ওষধ বিক্রিসহ সরকারি বিভিন্ন নিদের্শনার প্রেক্ষিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, কোন কোন স্থানে মেয়াদোর্ত্তীণ ও সরকারের অনুমোদনবিহীন ঔষধ বিক্রি করে জনগনের সাথে প্রতারনা করেছেন কতিপয় ফার্মেসী ব্যবসায়ীরা। জনস্বাথের্র কথা বিবেচনা করে এ অভিযান অব্যাহত থাকবে’।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *