স্টাফ রিপোর্টার
সিলেটের বিখ্যাত ওলী সামছুল উলামা আল্লামা ফুলতলী (র.) হাতেগড়া সংগঠন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বাংলাদেশ আনজুমানে আল-ইসলার কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ একেএম মনোওর আলী বলেছেন, আনজুমানে আল-ইসলাহএকটি ব্যাতিক্রমধর্মী সংগঠন।
এ সংগঠনে কর্মীবৃন্দরা হলেন, আলিম, হাফিজ, ক্বারি, মুহাদ্দিস, মুফতি এবং আল্লাহ ওয়ালা, সুন্নাতওয়ালা, মোত্তাকিওয়ালা, দীনদার, পরহেজগার। এমন সংগঠন বাংলাদেশে আর কোথাও নেই। এই সংগঠনের আদর্শকে ধরে রাখতে এবং নেক আমলের প্রতি মনোযোগী হতে সুন্নী আলিম উলামাদের উৎসাহিত করুন। সুন্নতসম্মত আমল আখলাক চর্চার ক্ষেত্রে সকলেই সচেষ্ট হোন।
তিনি (২৫ মে) শনিবার বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল (এমএ) মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। বিশ্বনাথ উপজেলা আল-ইসলার সভাপতি তালুকদার মো. ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামিযের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ রাজনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল-ইসলার অর্থ-সম্পাদক ও উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সাবেক সভাপতি মাওলানা আখতার আলী, সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান গোয়াহরি হুজুর, মাওলানা লুৎফুর রহমান, বিশ্বনাথ কামিল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুস সালাম ।
ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিচালনা কমিটির সভাপতি ছুফি সামছুল ইসলাম, বিশ্বনাথ ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল জলিল, ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা মনজুর রহমান, সিলেট পশ্চিম জেলা তালামিযের অর্থ-সম্পাদক ইসলাম উদ্দিন লতিফি, আল-ইসলার দেওকলস ইউনিয়ন সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মোমিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক মো: ফয়জুল ইসলাম, বিশ্বনাথ দক্ষিণ উপজেলা তালামিযের সভাপতি মাওলানা আব্দুল মোক্তাদির ফয়ছল। অনুষ্টানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আল-ইসলার সাধারণ সম্পাদক মাওলানা আকমল হোসাইন শাকুর। পবিত্র কোনআন থেকে তেলাওয়াত করেন, ক্বারী সাইফুল ইসলাম।