নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে মেধা বিকাশের লক্ষ্যে ‘আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ৩য় মেধাবৃত্তি’ সম্পন্ন হয়েছে। আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ‘খাজাঞ্চী একাডেমীতে’ অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় ইউনিয়নের ২০টি সরকারি প্রাাথমিক বিদ্যালয়, ৬টি কিন্ডারগার্টেন ও ৪ টি ইবতেদায়ী মাদ্রাসার প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
মেধাবৃত্তি চলাকালীন সময়ে হল পরিদর্শন করেন সিলেট-২ আসনের সাবেক এমপি ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর পুত্র ব্যারিষ্টার আবরার ইলিয়াস অর্ণব, উপজেলার ছৈফাগঞ্জ সুলতানিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, কামাল বাজার ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল মজিদ মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি গোলাম রব হাসনু, হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং কামাল বাজার শাখার ডেপুটি ইন-চার্জ আনোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
এদিকে সুষ্ঠ, সুন্দর ও সফলভাবে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় বৃত্তি বাস্তবায়ন পরিষদের সকল সদস্য ও আগত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থী’সহ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক আব্দুল বাসিত রফি।
