ডাক ডেক্স : সিলেটের বিশ্বনাথে নুর ইসলাম নামের ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক ডাকাতকে ধরতে গিয়ে আবারও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে লামাকাজী ইউনিয়নের দূর্লভপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম’র নির্দেশে ওই ডাকাতকে গ্রেফতার করতে ডাকাতের বাড়িতে অভিযান করেন একদল পুলিশ। এসময় ডাকাতের সাথে পুলিশের দস্তাদস্তি হলে পুলিশের এএসআই নুর উদ্দিন আহত হন। ডাকাত নুর ইসলাম (৩৫) দুর্লভপুর গ্রামের আব্দুল লতিবের পুত্র।
ডাকাত নুর ইসলামের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ও ডাকাতির প্রস্তুতি’সহ আর ৫টি মামলা রয়েছে, বিশ্বনাথ থানা (মামলা নং-২১, তারিখ ২৯/০১/২০১৫ইং, মামলা নং-১৮ তারিখ ৩১/১২/২০১৪ইং, মামলা নং-২, তারিখ ০২/০৬/২০০৯্ইং, মামলা নং-২৫/১২৮, তারিখ ২৯/০৬/২০১৯ইং, মামলা নং-২২/১২৫, তারিখ ২৬/০৬/২০১৪ইং,) সে ২নং ডাকাতি মামলার ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি দা উদ্ধার করা হয়।
গত ২৬ জুন দিবাগত রাতে ডাকাতদের সাথে পুলিশের গোলাগুলির সময় ৫ জন পুলিশ আহত হন। ওই মামলায়ও নুর ইসলাম আসামি রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
তবে, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, ইভটিজিং, ডাকাতি, মাদক ও অপরাধ নিমূলে বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম তৎপর রয়েছেন।