বিশ্বনাথে আগুনে পুড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

Uncategorized
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে আগুনে পুড়ে ২১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। যুকের নাম খালেদ আহমদ, সে উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামের লালা মিয়া পুত্র। আজ ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হসপিটালে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাত ভাই নাইহান আহমদ।

জানাগেছে, নিহত খালেদ গত ৩ জুলাই বৃহস্পতিবার রাত অনুমান ১২টার পর ঘরে ফিরে। রাত ২টার দিকে হঠাৎ খালেদের চিৎকার শুনতে পান পরিবারের লোকজন এবং ঘর থেকে বের হয়ে সবাই দেখতে পান তার শরীরে আগুন। এক পর্যায়ে শরীরে আগুন নিয়ে খালেদ পুকুরের পানিতে ঝাপ দেয়। উদ্ধার করে প্রথমে সিলেট ওসমানী হাসপাতালে ও পরে উন্নত চিকিসার জন্য ঢাকার একটি হাসপাতে ভর্তি করেন। অবশেষে আজ ভোরে সে মারা যায়।

তবে, কিভাবে তার শরীরে আগুন লেগেছে তার পরিবারের কেউই বলতে পারেন নি। খালেদ যে শয়ন কক্ষে থাকেতেন সেই ঘরের কোন আসবাবপত্রও পুড়ে নি। খালেদ পেশায় একজন কার চালক ছিলেন।
দৌলতপুর ইউনিন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান জানান, আগুনে ঝলসে খালেদ মারা যায়। তবে কি কারনে শরীরে আগুন লেগেছে তা জানা যায়নি।

বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, ঘটনার কারন জানতে পুলিশ কাজ করছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *