নিজস্ব প্রতিবেদক : সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সাতপাড়া গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জলিল আজিরের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শফিক চৌধুরীর ছোট ভাই ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা আলহাজ্ব হামিদুর রহমান চৌধুরী আনোয়ার। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। এসময় বক্তারা বলেন, নৌকা উন্নয়ন ও স্বাধীনতার প্রতীক। ৭ই জানুয়ারীর নির্বাচনে নৌকার বিজয় হলে উন্নয়ন বঞ্চিত বিশ্বনাথ-ওসমানীনগরের প্রত্যেকটি এলাকা শফিক চৌধুরীর হাত ধরে উন্নয়নের জোয়ারে ভাসবে। গত ১০ বছর কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত থাকা সিলেট-২ আসনের আর কেউ উন্নয়ন বঞ্চিত থাকবেন না। কারণ বার বার নৌকার বিজয়েই বাংলাদেশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে ৭ই জানুয়ারীর নির্বাচনে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই।
হাজী মদরিছ আলী একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুর রশিদের সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাস্টারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আছাব উদ্দিন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা রফিকুজ্জামান, সোহেল আহমদ মুন্না, ইউনিয়ন আওয়ামী লীগের ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হবিবুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মো. লালা মিয়া, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আবুল কাশেম, উপজেলা যুবলীগ নেতা নিজাম উদ্দিন মন্টু, আব্দুর রুপ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়ছল আহমদ।
এসময় ১নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও তার ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং যুবসমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।