বিশ্বনাথের লামাকাজিতে সড়ক পাকা করণে অনিয়নের অভিযোগ

বিশ্বনাথ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাঠানগাঁও রেললাইন হতে মখলিছ আলীর বাড়ির সম্মুখ পর্যন্ত সিসি ঢালাই কাজ করা হয়েছে। রাস্তার ঢালাই কাজে অনিয়ম হয়েছে মর্মে এলাকার কয়েকজন ব্যক্তি রাস্তার ফাটল ও গর্ত ছবি সম্বলিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ রয়েছে, রাস্তা ঢালাইয়ের ৩দিনের মধ্যে ভেঙ্গে গেছে। এছাড়া ২০ বছর আগের ইট ভেঙ্গে কংক্রিট করে মসজিদের সামন থেকে কুটি মিয়ার বাড়ি পর্যন্ত অতিরিক্ত কিছু কাজ করেছেন এবং গ্রামের কিছু লোকের কাছ থেকে টাকা গ্রহণ করেছেন। যাহা অনিয়ম দুর্নীতির সামিল।

সরেজমিন রাস্তা পরিদর্শন করে দেখা যায়, নব নির্মিত পাঠানগাঁও রেললাইন হতে মখলিছ আলীর বাড়ির সম্মুখ পর্যন্ত সিসি ঢালাই রাস্তায় কোন প্রকার ভাঙ্গন বা ফাটল দেখতে পাওয়া যায়নি। তবে, হেজিংয়ের পাশে মাটি কম। আর গ্রামের কেউ মেম্বারকে টাকা দিয়েছেন এমন কথা কেউ স্বীকার করেননি। তবে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন, সরকারি বরাদ্ধ ছাড়া অতিরিক্ত ২শ ফুটের মত কাজ করা হয়েছে। কংক্রিট, বালু, সিমেন্ট কিনতে হয়েছে। এতে আমি কাজে শরিক হয়েছি।

ওই ওয়ার্ডের মেম্বার শানুর আলী জানান, রাস্তার কাজ ঠিকটাক আছে। হেজিংয়ের মাটি দেয়া চলমান। এলাকার এক দুইজন লোক নির্বাচনী সময় থেকে আমার ফিছনে উঠে পড়ে লেগেছে। রাতে হেজিংয়ের ইট তুলে নেয়ার চেষ্টা করছে। অবশিষ্ট রাস্তা চলাচলের অনুপযোগী হওয়ায় এলাকাবাসি মিলে কংক্রিট তৈরী করে কিছু কিনে এনে সংস্কার করা হয়েছে। আমি নিজেও টাকা দিয়ে সহযোগীতা করেছি।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *