বিশ্বনাথের লামাকাজিতে ভোট কেন্দ্র স্থানান্তর নিয়ে উত্তেজনা : স্বারকলিপি পেশ

বিশ্বনাথ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পঞ্চগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি স্থানান্তরের প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (সেপ্টেম্বর) সকাল ১১টায় এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

সভায় বক্তরা বলেন, পঞ্চগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্টা হওয়ার পর থেকে এ বিদ্যালয়ে ৬টি গ্রামের প্রায় আড়াই হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। কিন্তু হঠাৎ দিঘলি গ্রামের ১৩০জন ভোটারের সুবিধার্থে আমাদের কেন্দ্রটি কর্তন করে দিঘলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেয়া হয়েছে। এই ৬টি গ্রামের মহিলা ও বৃদ্ধ ভোটাররা ৪কিলোমিটার দুরে গিয়ে ভোট দেয়া অসম্ভব হয়ে পড়বে। এমনকি মেঘ বৃষ্টি ঝড় বাদল এমন কি বন্যার সময় কোন ভোটার সেই কেন্দ্রে যাওয়ার কোন সুযোগ নেই। কেন্দ্রটি ফিরিয়ে দেয়া না হলে সব ধরনের ভোট বর্জন করা হবে বলে হুসিয়ারি উচ্চরন করেন।

সভায় স্থানীয় ইউপি সদস্য শানুর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সাবেক মেম্বার মাসুক মিয়া, এলাকার প্রবীণ মুরব্বি আব্দুল মজিদ, ফয়জুল ইসলাম। প্রতিবাদ সভায় অন্তত ৩০ থেকে ৪০ জন নারী ভোটাররা উপস্থিত ছিলেন। কেন্দ্রটি পূণস্থানের জন্য এলাকাবাসি জেলা প্রশাসক বরাবরে একটি স্বারকলিপি প্রদান করেছেন বলেও জানা গেছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *