নিজস্ব প্রতিদেবক : পূর্ব বিরুধের জেরে কয়েকশ ফুট চলাচলের রাস্তা কয়েকস্থানে কেটে ফেলেছে প্রতি পক্ষ। এতে মাঠে ফলানো পাকা ব্যুরো ফসল ঘরে তুলতে বিপাকে পড়েছেন ওই এলাকার শতাধিক কৃষক। ঘটনাটি সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীগাঁও গ্রামে। এ ঘটনায় এলাকাবাসি ক্ষিপ্ত হয়ে আজ (১৯এপ্রিল) শুক্রবার বিকেলে এক প্রতিবাদ সভা করেছে।
প্রতিবাদ সভায় বক্তরা বলেছেন, পূর্ব শত্রæতা মেটাতে প্রতিপক্ষ প্রবাসি ফারুক মিয়ার নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে গত দুই তিন দিনে রাতে গুলি বর্ষন ও ককটের বিস্পোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে প্রায় শতাধিক ফুট রাস্তা বিভিন্ন স্থানে কেটে ফেলেছে। এতে এলাকার শতাধিক কৃষক চাউধনী হাওর থেকে ধান কেটে বাড়িতে নিয়ে আসতে বিপাকে পড়েছেন। এতে ধনী গরিব কৃষকরা ধান কেটে কয়েক কিলোমিটার ঘুরে গন্তব্যে আসতে হচ্ছে। এতে একদিকে নষ্ট হচ্ছে সময়, অপর দিকে শ্রমিককে দিতে হচ্ছে দ্বিগুণ টাকা। বক্তারা বলেন, রাস্তাটি কেটে ফেলায় স্কুল, কলেজ, রোগীসহ আতœীয় স্বজন কেউই যাতায়াত করেত পারছেন না। এতে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। মৌলভীগাঁও মসজিদ, ঈদগাহ ঘেসে এই রাস্তাটি চাউলধনী হাওরে গিয়েছে।
তারা আরো বলেন, বেশ কিছুদিন ধরে মৌলভীগাঁও গ্রামের প্রবাসি মবুর মিয়ার বাড়ির রাস্তার গেইট নিয়ে বিরুধ চলছে তাদেরই নিকটাতœীয় প্রতিপক্ষ প্রবাসি ফারুক মিয়া, মতিউর রহমান, সাজ্জাদুর রহমান, মানিক মিয়াগংদের সাথে। তারা কিছুদিন আগেও গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে রাতের আধারে মবুর মিয়ার বিলাশ বহুল একটি গেইট ভেঙ্গে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে মবুর মিয়ার পক্ষে একটি মামলা দায়ের করলে প্রতিপক্ষ পুলিশের ইন্দনে পাল্টা সাজানো একটি মামলা দায়ের করে মবুর মিয়ার লোকজনের উপর। এতে প্রতিপক্ষ আরো সক্রিয় হয়ে একের পর এক সহিংসতা চালিয়ে যাচ্ছে। রাস্তা কাটার ঘটনায় আনোয়ার হোসেন বাদি হয়ে বিশ্বনাথ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের সত্যতা স্বীকার করে থানার এসআই আলী আজহার জানান, মৌলভীগাঁও গ্রামের একটি রাস্তা কাটার অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত করে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এলাকাবাসি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে জোর দাবি, পুলিশের উর্ধতন কতৃপক্ষ এই এলাকার বিষয়ে সুষ্টু নজর না দিলে যে কোন সময় খুন খারাবির মতো ঘটনা ঘটতে পারে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, হাজী আব্দুর রাজ্জাক, আনছার আলী, রাহেদ মিয়া, মাওলানা ছমির আলী, হোসেন আলী প্রমুখ।