বিশ্বনাথের মেয়ে রাহিমা হোসেনের লন্ডনে সাফল্যজনক ডিগ্রি লাভ

Uncategorized
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বনাথের মেয়ে রাহিমা হোসেন লন্ডনের একটি ইউনির্ভাসিটি থেকে সাফল্য জনকভাবে এলএলবি ডিগ্রি লাভ করেছে। তাঁর এই সাফল্যে বাংঙালি কমিউনিটি ও দেশের গ্রাম এলাকার মানুষ মহা খুশি। আনোয়ার হোসেন সেবুল ও রংবাহার নেছা দম্পতির বড় মেয়ে রাহিমা হোসেন ভবিষতে একজন নামিদামী ব্যারিষ্টার হয়ে বাংঙ্গালী কমিউনিটির প্রতিনিধিত্ব করতে চায়। তাঁর গ্রামের বাড়ি বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতননগর গ্রামে। ৩ ভাই-বোনের মধ্যে রাহিমা হোসেন সবার বড়। সেখানকার একটি কলেজে ইতিপূর্বেকার ফাইনাল পরীক্ষায় ৫০০ জন পরীক্ষার্থী মধ্যে রাহিমা ২য় স্থান অধিকার করায় সকলের নজর কাড়তে সক্ষম হয়। নর্থহামটনসের ইউনির্ভাসিটি’র শিক্ষক শিক্ষিকা রাহিমা হোসেনের সাফল্যে ভূয়সী প্রসংশা করেছেন। রাহিমা হোসেনের চাচা আফজাল হোসেন জানান, রাহিমা অত্যন্ত ভদ্র নর্ম ও সদালাফি রাহিমার সাফল্যে তারা গর্বিত। আফজাল হোসেনের আরেক ভাগনা জুনেদ আহমদ ২ বছর পূর্বে একই রকম এলএলবি পরীক্ষায় সফলতার স্বাক্ষর রেখেছে। তিনি সকলের নিকট ভাতিজি ও ভাগনার জন্য দোয়া কামনা করেছেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *