নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ার বাজার এলাকার শতাধিক যুবক ও তরুণ মিলে গড়ে তুলেছেন মিয়ার বাজার ক্রীড়া উন্নয়ন ও সমাজ কল্যাণ ট্রাস্ট নামের একটি সংগঠন। এ সংগঠনে ট্রাস্টি হিসেবে যুক্ত হয়েছেন ৩৮জন প্রবাসী।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে মিয়ারবাজারে বর্ণিল আয়োজনে ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান। প্রধান বক্তার বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য মহিউদ্দিন বাবলু। বিশেষ বক্তার বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হেলাল আহমদ।
মিয়ার বাজার ক্রীড়া উন্নয়ন ও সমাজ কল্যাণ ট্রাস্টের সভাপতি মো. আনা মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র সহ-সাধারণ সম্পাদক রফু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরপুর ইউনিয়নের মেম্বার খলিল উদ্দিন, বাচাও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান, আটঘর ক্রীড়া উন্নয়ন সংস্থার সভাপতি এমএম সুলতান, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্বাস আহমদ। আরও বক্তব্য রাখেন ট্রাস্টের পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাহী খান। এরআগে সদস্যদের পরিরিচিতি তুলে ধরেন ট্রাস্টের সাধারণ সম্পাদক জুবেল আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের ক্রিড়া সম্পাদক মশাহিদ আলী। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শিপন আহমদ। এসময় অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের কর্মিরা।