নিজস্ব প্রতিবেদক :: দির্ঘ ৫৪বছরেও একটি ব্রীজ নির্মাণ না হওয়ায় উপজেলার রামপাশা, খাজান্সী, লামাকাজি, এবং অলংকারী এ চারটি ইউনিয়নে জনসাধারণের যাতায়াতে চরমদুর্ভোগ পোহাতে হচ্ছে। স্বাধীনতার পর এ অঞ্চলে যারা মন্ত্রী, এমপি উপজেলা চেয়াম্যান হয়েছেন তারা সবাই ব্রীজ নির্মাণের আশ্বাস দিলেও আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। রামপাশা ইউনিয়নের দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাজান্সী ইউনিয়নের দ্বীপবন্ধ বিলপার পশ্চিমহাটির মধ্যবর্তী স্থানে মাকুন্দা নদীতে ব্রিজ নির্মাণে দাবি দীর্ঘদিনের। নদীর উভয় তীরে লোকজন বিশ্বনাথ ও সিলেট শহরে এমনকি ঢাকায় আসা-যাওয়া করে থাকেন। ব্রীজটি নির্মাণ না হয়ায় প্রতিদিন শতাধিক লোক কয়েক কিলোমিটার ঘুরে গন্তব্যে ফিরতে হয় । এক দুই বছর পর পর এলাকাবাসী মিলে নদীতে বাঁশের সাঁকো তৈরি করে পারাপার হচ্ছেন। প্রায় সময় অনেকেই মালামাল নিয়ে সাঁকো থেকে নদীতে পড়ে ২০জনের অধিক শিশু ও বয়স্ক লোক আহত হয়েছেন। চারজন সারাজীবনের জন্য পঙ্গু হয়েছেন। একজন ইতিমধ্যে জখমি অবস্থায় মারা গেছেন।
গতকাল ১১জুলাই শুক্রবার সন্ধ্যায় আশুগঞ্জবাজার কমিটির কার্যালয়ে আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও আব্দুল হামিদের পরিচালনায় মতবিনিময় সভায় এলাকার প্রায় ১৬টি গ্রামের কয়েক শতাধিক লোক উপস্থিত ছিলেন। সবাই বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বিশিষ্ট ও কলামিস্ট এ এইচ এম ফিরোজ আলী, স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার পঙ্কজ বিহারী দাস, খোরশেদ আলী, সিরাজ মিয়া, আসব আলী, আশ্রব আলী, মানিক মিয়া, মাছুম আহমদ জালাল, ডাঃ আব্দুল মতিন, মদরিস আলী, সিরাজ মিয়া, জমির আলী, শওকত আলী প্রমুখ। সভায় এলাকাবাসির অর্থায়নে ব্রীজটি নির্মাণে মতামত প্রকাশ করা হয় এবং এলাকার দেশে-বিদেশে থাকা সকলকে ব্রীজ নির্মাণে সমযোগিতা করার আহবান জানানো হয়।