বিশ্বনাথের পৌর প্রশাসক হতে চান ত্যাগী নেতা নোয়াব আলী

Uncategorized
শেয়ার করুন

ডাক ডেক্স : সিলেটের সদ্য ঘোষিত বিশ্বনাথ পৌরসভার প্রশাসক হতে চান উপজেলা আওয়ামীলীগের ত্যাগী নেতা আহসান হাবিব নোয়াব আলী। তিনি বিশ্বনাথ ইউনিয়নের মজলিশ ভোগশাইল গ্রামের মরহুম সওদাগর আলীর পুত্র। তিনি ১৯৭৮ সালে রামসুন্দর অগ্রগামি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্র থাকাবস্থায় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। ৮২ সালে এরশাদ ক্ষমতায় আসার পর এরশাদ বিরুধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। ১৯৯১ সাল থেকে ৯৬ এবং ২০০১থেকে ২০০৬ পর্যন্ত আওয়ামীলীগের সকল আন্দোলন সংগ্রামে তিনি জড়িত ছিলেন। ৯৬সালে নোয়াব আলী গুরুতর আহত হলে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে চিকিৎসার জন্য সহায়তা প্রদান করেন। স্থানীয় রাজনীতিতে সকল মিছিল মিটিংয়ে নোয়াব আলী ছিলেন সক্রিয়। বর্তমানে তাঁর বছস ৬০ বছর। বঙ্গবন্ধু শেথ মুজিবুর রহমান তাঁর জীবনের চেয়ে কর্মীদের মূল্যায়ন করতেন বেশি। ঠিক তেমনিভাবে তার রক্তের উত্তারাধীকারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগী পরিশ্রমি, সত্যবাদি ও আদর্শবান কর্মীদের গুরুত্ব দেন বেশি। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিশ্বনাথের প্রথম পৌর প্রশাসক নিয়োগ দেবেন বলে তিনি আশাবাদি। বিশ্বনাথের ডাক ২৪ ডটকমের সাথে আলাপ চারিতায় নোয়াব আলী বলেন, গত ৪০ বছরে আওয়ামীলীগের রাজনীতিতে বিরুধি দলে থাকাবস্থায় সর্বোচ্চ ত্যাগ করেছি। আমি কোন অনুপ্রবেশকারি নই, আমি কাউয়া বা খাই খাই পার্টির সদস্য নই। আমি কোন দল বদল করিনি। বঙ্গবন্ধু শেখ হাসিনার একজন আদর্শের কর্মী। আমার বিশ্বাস আদর্শের মূল্যায়নে শেখ হাসিনা আমাকে পৌর প্রশাসক দেবেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *