বিশ্বনাথের দৌলতপুরে নৌকার মনোনয়ন চেয়ে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন ওয়াহাব মেম্বার

বিশ্বনাথ রাজনীতি
শেয়ার করুন

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন নিয়ে চেয়ারম্যান প্রার্থী হতে চান ওই ইউনিয়নের বার বার নির্বাচিত মেম্বার ওয়াহাব আলী। তিনি ইউনিয়নের ধনপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। বর্তমান মেম্বার ওয়াহাব আলী ইউনিয়ন আওয়ামী লীগের অন্যতম সদস্য। বিগত দিনে উপজেলা আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচীতে তার সরব উপস্থিতি ছিল। এছাড়াও বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও স্কুল কলেজের গভর্নিং বডির দায়িত্বে আছেন।
মঙ্গলবার ওয়াহাব আলী কেন্দ্রীয় আওয়ামী লীগের অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর আগে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে ৫ জুন বর্ধিত সভায় ওয়াহাব আলীসহ দুজনের নাম কেন্দ্রে প্রেরন করা হয়। এবার জনসাধারণের ও দলীয় নীতি নির্ধারকদের অনুরোধ ও সমর্থনে তিনি চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে।
ওয়াহাব আলী মেম্বার হিসেবে সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করে ইতিমধ্যে এলাকায় জনপ্রিয় একজন জনপ্রতিনিধি হয়ে উঠেছেন। এলাকার যুব সমাজসহ সাধারণ মানুষের কাছাকাছি পৌছে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাকে দলীয় মনোনয়ন দিলে নৌকার বিজয় সুনিশ্চিত হবে বলে তৃর্ণমুল মানুষের অভিমত।
ওয়াহাব আলী মেম্বার বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়নের জন্য ফরম জমা দিয়েছি। সভানেত্রী শেখ হাসিনা তৃণমূলের রাজনীতির সবকিছু সুক্ষ্ম দৃষ্টিতে দেখেন এবং খোজ খবর নেন।  সে হিসেবে যোগ্যতার ভিত্তিতে আমাকে নৌকার প্রার্থী হিসেবে বেছে নেবেন বলে আশাবাদী। তিনি বলেন, দৌলতপুর ইউনিয়নে বিগত বছর নৌকা প্রতীক নিয়ে আমির আলী সাহেব চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এবারও আমাকে নৌকা প্রতীক দিলে নৌকার বিজয় নিশ্চিত হবে। ইনশাল্লাহ। এজন্য তিনি ইউনিয়নবাসীসহ সকলের দোয়া প্রার্থনা করেন এবং দলীয় নেতাকর্মিদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলার দৌলতপুরসহ ৫ ইউনিয়নের ভোটগ্রহণ আগামী ১৭ জুলাই। মনোনয়ন দাখিলের শেষ সময় ১৮ জুন, মনোনয়ন বাছাইয়ের তারিখ ১৯ জুন, প্রার্থীতা প্রত্যাহরের শেষ তারিখ ২৫ জুন। ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ ১৭ জুলাই।-বিজ্ঞপ্তি


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *