নিজস্ব প্রতিবেদকঃ বিশ^নাথ উপজেলার দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ২০২৩সালের উপজেলা পর্যায়ের শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এ প্রতিষ্ঠানের অধ্যক্ষও শ্রেষ্ট নির্বাচিত হয়েছেন। এলাকাবাসীর উদ্যোগে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ করে দিয়ে আসছে। প্রবাসীদের সহায়তায় প্রতিষ্ঠানের যাবতীয় ব্যয়ভার বহন করা হচ্ছে।
পল্লী এলাকার শ্যামল সুবজ ঘেরা মনোরম পরিবেশে এ প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সাবেক মরহুম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ, এনবিআর চেয়ারম্যানসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা প্রতিষ্ঠানটি পরিদর্শন করে শিক্ষার গুনগত মানোন্নয়নের ভূয়শী প্রশংসা করেছেন। কিছুদিন পূর্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তাও বিদ্যালয় পরিদর্শন করেছেন।
১৯৯৮ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিল। তৎকালিন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম আব্দুল মুকিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকেও জাতীয় পুরস্কার গ্রহণ করেছিলেন।
