বিশ্বনাথের জিয়াউল হক অবশেষে মারা গেলো

Uncategorized
শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত থাকার পর জিয়াউল হক (২৫) অবশেষে মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। সোমবার (১৭জুলাই) রাত ১২টার দিকে সিলেট মাউন্টএডোরা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করে। জিয়াউল হকের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বিশঘর গ্রামে। তার বাবার নাম হাজী আলা উদ্দীন।
জানা গেছে, বিবাহের কিছুদিন পর থেকেই জিয়াউল মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। জিবন বাঁচাতে দেশ বিদেশে ব্যাপক হারে চিকিৎসা নিয়েছে সে। কিছুদিন আগেও অপারেশন শেষে মোটামুটি সুস্থ্য হয়ে সবার মাঝে ফিরে আসে। তাকে দেখে কেউ বুঝতে পারেন নি সে এতোটা অসুস্থ ছিল। সবার সাথে সে খুব ভাল ব্যবহার করত। কেউই মেনে নিতে পারছেন না  তার এমন মৃত্যু। জিয়াউলের এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গণমাধ্যম ফেসবুকে তাকে নিয়ে ব্যাপক লেখালেখি চলছে।
কবি বলেছেন, তুমি এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাদিবে ভুবন। আমাদের আচার, ব্যবহার যেন মানবতার স্বার্থে হয়। আমরা তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *