বিশ্বনাথের চাঞ্চল্যকর স্কুল ছাত্র সুমেল হত্যা কান্ডঃ ৩২ আসামীর বিরুদ্ধে চার্জশীট দাখিল

Uncategorized
শেয়ার করুন

ষ্টাফ রির্পোটারঃ বিশ্বনাথ থানার চাউলধনী হাওর নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঞ্চল্যকর স্কুল ছাত্র সুমেল হত্যা কান্ডের দায়েরী মামলায় তদন্ত শেষে আদালতে চার্জশীট (অভিযোগ পত্র) দাখিল করেছে বিশ্বনাথ থানা পুলিশ। ‘এজার নামীয় ২৭ জন ও অভিযুক্ত আরও ৫জনসহ মোট ৩২ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়েছে। মামলার প্রধান আসামী হচ্ছে যুক্তরাজ্য প্রবাসী চাউলধনী হাওরের সাবলীজ গ্রহিতা কোটিপতি সাইফুল। চার্জশীট দাখিলের মধ্য দিয়ে সুমেল হত্যা কান্ডের প্রথম অধ্যায়ের সমাপ্তি হল। হত্যাকান্ডের পর সাইফুলকে থানা গেইটের সামনে পেয়েও গ্রেফতার করা হয়নি। চাউলধনী হাওরের মৎস বিক্রির আয়ের টাকা খেয়ে যারা সাইফুলের গুনকীর্তন করতেন তারা এখন কেউ সাইফুলের পাশে নেই। তবে হত্যাকান্ডটিকে ধামাচাপা দেয়ার জন্য বিভিন্ন মহল সোচ্চার ছিলেন। প্রসাশনের উচ্চ প্রযায় থেকে নিম্নস্তর পর্যন্ত তাকে বাচাতে অনেকেই তৎপর ছিলেন। যে কারণে সে গ্রেফতার হয়নি।’

গত বছর ২০ সেপ্টেম্বর ঢাকা থেকে বাদী পক্ষ সাইফুলকে ধরে রমনা থানা পুলিশের সহায়তায় বিশ্বনাথে নিয়ে আসে। সাইফুল এখনও জেলহাজতে থাকলেও বাকী আসামীরা জামিনে মুক্ত হয়ে এলাকায় এসে পুনরায় হত্যা কান্ড ঘটানোর জন্য তৎপর রয়েছে। মামলার বাদী ইব্রাহীম আলী সিজিল জানিয়েছেন মামলার চার্জশীট দাখিলের খবর তাকে জানানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার সাবেক ওসি(তদন্ত) ও বালাগঞ্জ থানার বর্তমান ওসি রমা প্রসাদ চক্রবর্তী জানিয়েছেন, ৩২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীর সাজা নিশ্চিত করার জন্য খুব সর্তকভাবে চার্জশীট লেখা হয়েছে। এক প্রশ্নের জবাবে রমা প্রসাদ চক্রবর্তী বলেন, এ হত্যাকান্ডের মুল নায়ক সাইফুল, তাকে প্রধান অভিযুক্ত করে চার্জশীট দাখিল করা হয়েছে।

উল্লেখ্য যে, ২০২১ সালের ১ মে পূর্ব পরিকল্পনা মতে সাইফুল ও তার বাহিনী চৈতন নগর গ্রামের নজির উদ্দিন, মনির উদ্দিন এর জমিতে জোরপূর্বর ভেকু মেশিন দিয়ে মাটিকাটা শুরু করলে জমির মালিকরা তাতে বাধা দেন। সাইফুল ও তার বাহিনী বৈধ, অবৈধ অস্ত্র দিয়ে গুলী করলে স্কুল ছাত্র সুমেলের শরীরে গুলির আঘাতে চোখ, মুখ, মাথা সহ প্রায় বিশটি গুলির আঘাত লাগে। এ ঘটনায় আরও ৫ গুরুত্বর আহত হন। ওসমানী হাসপাতালের গেইটে ঘটনার দিন সুমেলের মৃত্যু হয়। সুমেলের চাচা ইব্রাহিম বাদী হয়ে বিশ্বনাথ থানার একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর প্রায় ১১ মাসের মধ্যেই থানা পুলিশ দেশ-বিদেশে আলোচিত হত্যাকান্ডের চার্জশী


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *