নিজস্ব প্রতিবেদক :: আর্ত মানবতার সেবা ও সামাজিক কাজে বিশেষ ভুমিকা পালন করায় সিলেটের বিশ্বনাথে ৬ প্রবাসিকে সংবর্ধনা ও সম্মাননা স্বারক প্রদান করেছে একতা স্পোটিং ক্লাব ইলামের গাও। গত ২৮ এপ্রিল সোমবার রাতে পৌরসভার ইলামের গাও গ্রামের মরহুম হাজী জমির আলীর বাড়িতে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
একতা স্পোটিং ক্লাবের সভাপতি নুরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল মিয়ার পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ইলামের গাও ওয়েলফেয়ার এসাসিয়েশন ইউকের সভাপতি, আব্দুস সোবহান ফারুক, সহ-সভাপতি আফরোজ আলী, উপদেষ্টা শফিক আলী, যুক্তরাজ্য প্রবাসী তাজ আলী, আফ্রিকা প্রবাসী আব্দুল লতিফ, একতা স্পোটিং ক্লাবের সাবেক ফুটবলার ও যুক্তরাজ্য প্রবাসী নিহাল আহমদ লিটন, ইলামের গাও গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী শাহাদাত আলী, মাষ্টার আব্দুস সালাম ও ফজলুল করিম রতন ।
সংবর্ধনা সভায় বক্তারা বলেছেন, ১৯৮২সালে প্রতিষ্ঠিত হয় একতা স্পোটিং ক্লাব ইলামের গাও। কালের পরিক্রমায় একদল তরুল পড়া-লেখার পাশা-পাশি খেলাধুলায় আগ্রহী হয়ে উঠেন এবং ঘুমন্ত একতা স্পোটিং ক্লাবকে জাগিয়ে তোলেন। একে একে করে বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পায় একতা স্পোটিং ক্লাবের তরুণ খেলোওয়াড়রা। এতে ইলামের গাও ওয়েলফেয়ার এসাসিয়েশন ইউকে ও গ্রামের অন্যান্য প্রবাসীদের সহযোগীতার একতা স্পোটিং ক্লাবের নতুন দোয়ার উন্নোচিত হয়। গত ফেব্রুয়ারিতে বিএফসি ফুটবল টুর্ণামেন্টে ফাইনালে সুনামগঞ্জের জগন্নাথপুর রৌডর এফসি স্পোটিং ক্লাবকে ০১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় একতা স্পোটিং ক্লাব ইলামের গাও। আন্ত এ খেলায় বিজয় অর্জনে প্রবাসী ও গ্রামবাসির মধ্যে এক আনন্দের মিলন মেলায় পরিণত হয়। সংবর্ধিত অতিথিরা একতা স্পোটিং ক্লাবকে এগিয়ে নিতে ফুটবল একাডেমি করে দেয়াসহ এলাকার সাবিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, একতা স্পোটিং ক্লাবের টিম ম্যানেজার আনছার আলী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, একতা স্পোটিং ক্লাবের উপদেষ্টা আব্দুর রব, সহ-সভাপতি আব্দুল আহাদ, সাবেক প্রতিষ্টাকালীন সদস্য লালু মিয়া, সিনিয়র সদস্য সফর আলী সেবুল ও সিরাজ আলী।
এসময় উপস্থিত ছিলেন, একতা স্পোটিং ক্লাবের ইসলাম উদ্দিন, আমির হোসেন, জুবেল আহমদ, নাসির উদ্দিন, ফখরুল, সেজু মিয়া, রুহুল আমিন অপু, রফিক আলী, আনাছ আলী, ফাহাদ মিয়া, ক্লাবের উপদেষ্টা, আমির আলী, আজাদ মিয়া অন্যান্য নেতৃবৃন্দরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোনআর থেকে তেলাওয়াত করেন সংগঠক সানজাব আলী।