নিজস্ব প্রতিবেদকঃ বিশ^নাথের চাঞ্চল্যকর স্কুলছাত্র সুমেল হত্যা মামলার বিচার শুরু। সিলেটের বিভাগীয় দ্রæত বিচার ট্রাইব্যুনাল আদালতে ১২ সেপ্টেম্বর রবিবার স্বাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য্য করা হয়েছিল। এ আদালতে মামলার প্রথম তারিখে ৩২ জন আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। জেলা থাকা মামলার প্রধান আসামী সাইফুল আলমের জামিনের আবেদন করেন আসামী পক্ষের আইনজীবিরা এবং মামলার বাদী ইব্রাহিম আলী সিজিল স্বাক্ষীর জন্য আদালতে হাজিরা দেন। আদালতে বেশ কয়েকটি খুনের মামলা বিচারাধীন থাকায় সময় স্বল্পতার কারনে বাদীর স্বাক্ষ্যগ্রহণ করা সম্ভব এবং আসামী সাইফুলের জামিন শুনানী হয়নি। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের পিপি সারওয়ার হোসেন চৌধুরী আবদাল।
২০২১ সালের ১লা মে আসামী সাইফুল ও তার বাহিনী মনির ও মানিক মিয়ার জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটতে গিয়ে সাইফুল তার হাতে থাকা বন্দুক দিয়ে ৫জনকে গুলি করে জখম করে। হাসপাতালে নেয়ার পর স্কুলছাত্র সুমেলকে মৃত ঘোষণা করেন। সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে বিশ^নাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ৩২ আসামী বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলাটি বিচারের জন্য জেলা ও দায়রা জজ আদালত বিভাগীয় দ্রæত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করেন। আজ মামলার দ্বিতীয় ধার্য্য তারিখ ছিল।