ডাক ডেক্স : বিদেশিদের কাছে কোন পাত্তা না পেয়ে হতাশায় অস্থিরতায় ভুগছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
২৩ আগস্ট বুধবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির কর্মসূচি সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, হাঁটা মিছিল, বসা মিছিল দিয়ে কর্মীদের চাঙা রাখার চেষ্টা করা হচ্ছে।
কিন্তু এসবই গতানুগতিক কর্মসূচি। ড. হাছান মাহমুদ বলেন, জঙ্গিদের গ্রেফতার করায় বিএনপির গাত্রদাহ হচ্ছে। গ্রেফতার ইস্যুতে ফখরুলের বক্তব্য প্রমাণ করে বিএনপি জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক।
প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এই সম্মেলনে অংশগ্রহণ বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ভূ-রাজনীতির কারণে যেসব খবর পত্রপত্রিকায় এসেছে। সেগুলোর কারণে বিএনপির মধ্যে হতাশা, অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে।
গণমিছিল, কখনও বসা কর্মসূচি, কখনও অন্যকিছু- কর্মীদের চাঙা রাখতে তারা এসব করছে। এগুলো সবই গতানুগতিক। অন্যকিছু নয়।