‘বিএনপি’র কাছে আমি বিক্রি হয়ে যাইনি : দৌলতপুরে চেয়ারম্যান প্রার্থী আরব খান

বিশ্বনাথ রাজনীতি সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৭ জুলাই অনুষ্ঠি হবে সিলেটের বিশ্বনাথ উপজেলারদৌলতপুর ইউনিয়ন পরিষদনির্বাচন। এ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন হাফিজ মো.আরব খান।গতকাল (১৪ জুলাই) শুক্রবার রাতে ইউনিয়নের সিঙ্গেরকাছ বাজারে তার প্রধান নির্বাচনী কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন তিনি

সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাফিজ আরব খান বলেছেন, আমি বিএনপি করি বলে দলের কাছে বিক্রি হয়ে যাইনি। দল আমাকে বেতন দেয়না। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। তাই দল থেকে পদত্যাগ করে নির্বাচনে প্রার্থী হয়েছি

আরব খান আরো বলেন, সুষ্ঠু নির্বাচন হবে আশা করেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে ছিলাম। এখন দেখছি ভোট গ্রহনের দিন যতই এগিয়ে আসছে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দলীয় প্রভাব কাটাচ্ছে, আমার কর্মীদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন। কালো টাকা বিস্তারের পাশাপাশি ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা না করে উপজেলায় ফলাফল ঘোষণার পায়তারা করা হচ্ছে। এসব গুজব থেকে রক্ষা পেতেই সাংবাদিকদের সাথে আমার আজকের মতবিনিময়। প্রতিপক্ষের নীলনকশা যাতে বাস্তবায়ন না হয়, সে জন্য আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবারক আলী, সংগঠক ইসমাইল খান, রিপন মিয়া, আব্দুল মোমিন কালু, জাহিদুল ইসলাম, সাদিকুর রহমান, আফরুজ আলী, রফিক মিয়া, আবু সালেহ, আব্দুর রুপ, আলমাছ আলী, আব্দুল মজিদ মেম্বার, লেচু মিয়া, শফিক মিয়া, হাজী নিয়ামত উল্লাহ, সেবুল আহমদ, আপ্তাব আলী, আব্দুুল হামিদ, সিতাব আলী, লিলু মিয়া, জামাল আহমদ, মুক্তার মিয়া, জাকির ডন প্রমুখসহ চশমা প্রতীকের কর্মীসমর্থক বিভিন্ন শ্রেণীপেশার লোকজন


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *