বালাগঞ্জ-বিশ্বনাথে জনসংখ্যা দিবস পালন: উন্নত রাষ্ট্র গঠনে জনসংখ্যা নিয়ন্ত্রন জরুরী

Uncategorized
শেয়ার করুন

ডাক ডেক্স : জনসংখ্যা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, জনসংখ্যা নিয়ন্ত্রনের মাধ্যমে বাংলাদেশ আজ অর্থনৈতিক উন্নয়নে বিশ্বের রোল মডেল । জনসংখ্যা রোধে শিক্ষা ও পরিবার পরিকল্পনা প্দ্ধতি গ্রহনের কোন বিকল্প নেই। শিক্ষিত মেয়েরা পরামর্শ ছাড়াই সেচ্ছায় দুই সন্তানের বেশি সন্তান জন্ম দেয় না । কিন্তু অশিক্ষিত মেয়েরা শত পরামর্শ দিলেও রোজগারে আশায় অধিক সন্তান জন্ম দেয়। আবার কেউ পুত্র সন্তানের আশায় একাধিক সন্তান জন্ম দেয় । এসব বিষয়ে সমাজের প্রত্যেক মানুষকে সচেতন করে গড়ে তুলতে হবে। মাতৃ মৃত্যু শিশু মৃত্যুর হার কমলেও এখন জনসংখ্যা দেশের আয়তনের তুলনায় বেশি হয়ে যাচ্ছে। তাই উন্নত রাষ্ট্র গঠন করতে হলে জনসংখ্যাকে দেশের আয়তন অনুযায়ী সীমিত রাখতে হবে। ১৯৭৫ সালে এদেশের ১৫ থেকে ৫৯ বয়সী মহিলারা গড়ে ৬.৬ টি সন্তান জন্ম দিতেন, এ সংখ্যা এখন ২.০৫ নামিয়ে আনা হয়েছে, এটা বিরাট সাফল্য। তার পরও দেশের অবহেলিত অঞ্চলের জনগোষ্টিকে পদ্ধতি গ্রহনের আওতায় আনতে হবে।

বালাগঞ্জ উপজেলা পরিষদ হল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হামিদা বেগম, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, পূর্ব গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, ডাক্তার তোফায়েল আহমদ, ডাক্তার মিতুন চৌধুরী, বেসরকারি সংস্থার পক্ষে সুশান্ত দাস, ফজলু মিয়া।

সহকারি পরিবার পরিকল্পনা কর্মবর্তা আব্দুল আউয়ালের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, সহকারি কমিশনার ভুমি সুমন কুমার দাস, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা নির্মল চন্দ্র সরকার। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ডাক্তার সফিকুর রহমান, গীতা পাঠ করেন, রাজিব ভট্টাচার্জ। সভায় গৌরিপুর ইউনিয়ন পরিষদ উপজেলার শ্রেষ্ট নির্বাচিত হওয়ায় পুরুস্কৃত করা হয়। অন্যান্যদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়, বাবু অহিন্দ্র সুত্র ঘর, শিপ্রা চক্রবর্তী এবং আব্দুর রব প্রমুখ।

বিশ্বনাথ উপজেলার বিআরডিবি হল রোমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাপ পরাগ তালুকদার। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। আরো বক্তব্য রাখেন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রহমান মুসা, বিশ্বনাথ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নজরুল ইসলাম, পরিবার কল্যাণ সহকারি শিরিয়া বেগম প্রমুখ। উপজেলার শ্রেষ্ট ইউনিয়ন নির্বাচিত করা হয়েছে দৌলতপুর ইউনিয়নকে। শ্রেষ্ট পরিবার পরিকল্পনা পরিদর্শক হয়েছেন মো: জাহির আহমদ, এবং শ্রেষ্ট পরিবার কণ্যাণ সহকারি ঝরনা বেগম।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *