বন্ধু শাহীনের ২০০ কোটি টাকার সোনা আত্মসাৎ করেন এমপি আনোয়ারুল, গোয়েন্দা তথ্য

অপরাধ আন্তর্জাতিক জাতীয় সারাদেশ
শেয়ার করুন

অনলাইন ডেস্ক : ২০০ কোটি টাকার সোনা নিয়ে দ্বন্দ্বেই ভারতের কলকাতায় খুন হয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। এই হত্যাকাণ্ডের ‘মূল পরিকল্পনাকারী’ তাঁর বন্ধু ঠিকাদার আক্তারুজ্জামান শাহীন। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্র এসব তথ্য জানিয়েছে।

পুলিশ বলছে, আক্তারুজ্জামান শাহীন সীমান্তপথে ভারতে সোনা পাচার করতেন। চোরাই সোনা সীমান্ত পার করতে সহায়তা করতেন সংসদ সদস্য আনোয়ারুলের ঘনিষ্ঠ লোকজন। বিনিময়ে তাঁরা কমিশন পেতেন। গত ছয় মাসে সোনার একাধিক বড় চালান মেরে দেওয়া হয়। এসব চালানে প্রায় ২০০ কোটি টাকার সোনা ছিল। এতে ক্ষিপ্ত শাহীন সোনা ফিরে পেতে সংসদ সদস্যকে বারবার চাপ দেন এবং বিকল্প মাধ্যমে চোরাচালান করতে থাকেন। এ নিয়েই দ্বন্দ্ব। দ্বন্দ্ব নিরসনে কয়েক মাস ধরে তাঁরা বসতেও চেয়েছিলেন। শেষ সময়ে পরিকল্পনা বদলে আনোয়ারুলকে হত্যার সিদ্ধান্ত নেন শাহীন।

পুলিশ জানায়, আক্তারুজ্জামান শাহীন ১৯৮৮ সালে ওপি ওয়ান লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে যান। তবে বেশির ভাগ সময় তিনি দেশেই থাকতেন। দুবাই থেকে অবৈধভাবে আনা সোনা বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে পাচার করতেন।

সোনা চোরাচালানের অভিযোগের বিষয়ে জানতে শাহীনের যুক্তরাষ্ট্রের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগের চেষ্টা করে অফলাইন পাওয়া যায়। তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে তাঁর বড় ভাই ও ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র মো. সহিদুজ্জামান ওরফে সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘ভাইয়ের সঙ্গে তাঁর খুব বেশি যোগাযোগ নেই। যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও ভাই বেশির ভাগ সময় দেশেই থাকত। দেশেও অনেক ব্যবসা করত।’ সোনা চোরাচালানের বিষয়ে তিনি কিছু জানেন না।

পশ্চিমবঙ্গের সিআইডি ও ঢাকার ডিবি পুলিশের সূত্র বলছে, সংসদ সদস্য আনোয়ারুলের কলকাতার সোনা ব্যবসায়ী বন্ধু গোপাল বিশ্বাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও ঢাকায় গ্রেপ্তার তিনজন এমন তথ্য দিয়েছেন। তবে এখনো এ সবই প্রাথমিক তথ্য। তদন্তে আরও অনেক কিছু জানা যাবে।

ডিবি এই হত্যার কারণ নিয়ে সরাসরি কিছু না বললেও পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিদর্শক (সিআইডি) অখিলেশ চতুর্বেদী গতকাল বৃহস্পতিবার কলকাতার গণমাধ্যমকে বলেন, সঞ্জীবা গার্ডেনসের ফ্ল্যাটে ডেকে নিয়ে সংসদ সদস্যকে হত্যার নেপথ্যে রয়েছে সোনা চোরাকারবার নিয়ে বিরোধ।

ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ১১ মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান। প্রথমে ওঠেন কলকাতার বরাহনগরে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। ১৩ মে চিকিৎসক দেখানোর কথা বলে সেখান থেকে বেরিয়ে তিনি নিখোঁজ হন। ১৮ মে স্থানীয় থানায় জিডি করেন গোপাল। তদন্ত শুরু হয় দুই দেশে। গত বুধবার সকালে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, নিউ টাউনের অভিজাত এলাকা সঞ্জীবা গার্ডেনসের এক ফ্ল্যাটে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল। পরে তাঁর মরদেহ টুকরা টুকরা করা হয়।

দুই দেশের পুলিশ সূত্র বলছে, ২০০ কোটি টাকার সোনা মেরে দেওয়া নিয়ে শুরু হওয়া এই দ্বন্দ্ব থেকেই আনোয়ারুলকে খুন করে সোনা চোরাচালানের পথ পরিষ্কার করতে চেয়েছিলেন শাহীন। তবে এর কোনো প্রমাণ রাখতে চাননি। তাই হত্যার জন্য ৫ কোটি টাকার চুক্তি করেন ইতিমধ্যে ঢাকায় গ্রেপ্তার আমানউল্লাহর (চরমপন্থী নেতা শিমুল ভুঁইয়া) সঙ্গে। আমানউল্লাহর নেতৃত্বে ছয় সদস্যের একটি দলকে বাংলাদেশ থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। হত্যার জন্য বিকল্প হিসেবে কলকাতায়ও একটি দলকে ভাড়া করা হয়। হত্যার পর মরদেহ টুকরা টুকরা করে গুম করতে কলকাতায় আরেকটি দলকে ভাড়া করেন শাহীন। আমানউল্লাহ পুলিশকে জানিয়েছেন, কিলিং মিশনের কোনো দলই অন্য দলের কাউকে চিনত না। সবার ভিন্ন ভিন্ন কাজ নির্ধারণ করেছিলেন শাহীন।

সংশ্লিষ্ট সূত্র বলছে, কলকাতার গোপাল বিশ্বাসও মাঝেমধ্যে পাচার হওয়া সোনা কিনতেন। তবে তাঁর টাকা কম থাকায় বেশির ভাগ সময় তিনি পাচারের সোনা কেনাবেচায় মধ্যস্থতা করতেন। প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে গোপালের সংশ্লিষ্টতা না পেলেও তাঁকে কলকাতা থেকে বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সিআইডি।

খুনের পরিকল্পনা গুলশান-ধানমন্ডিতে

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ গতকাল দুপুরে সাংবাদিকদের বলেন, দীর্ঘদিনের পরিকল্পনার মাধ্যমে আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়েছে। খুনিরা অনেক দিন ধরে সুযোগ খুঁজছিল। তিনি বলেন, ঢাকার গুলশান ও ধানমন্ডির দুটি বাসায় এক-দুই মাস ধরে এই হত্যার পরিকল্পনা করা হয়। ঢাকায় ধরা পড়ার সম্ভাবনা থাকায় হত্যার স্থান হিসেবে বেছে নেওয়া হয় কলকাতাকে।

পুলিশের দাবি, খুনের পর হত্যাকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।

মরদেহের টুকরাগুলো যেভাবে সরানো হয়

হারুন অর রশীদ বলেন, সংসদ সদস্য আনোয়ারুলকে হত্যার পর মরদেহ টুকরা টুকরা করে হলুদ ছিটিয়ে দেওয়া হয়েছে, যাতে পথে কেউ ধরলে বলতে পারে, বাজার থেকে কেনা। উদ্দেশ্য ছিল, এভাবে গুম করা হবে, যাতে কেউ কোনো দিন তাঁর অস্তিত্ব না পায়। তিনি বলেন, ১৩ মে আমানউল্লাহ, জিহাদ ও সিয়াম দুটি স্যুটকেসে এমপির দেহের টুকরাগুলো ভরে পাবলিক টয়লেটের সামনে দাঁড়ানো একটি গাড়িতে ওঠেন। সেই গাড়ির চালকও তেমন কিছু জানতেন না। পরে সিয়াম ও জিহাদকে স্যুটকেসসহ বিদায় করে আমানউল্লাহ আবার ওই ফ্ল্যাটে চলে যান। পরদিন ওই তিনজন বাকি টুকরাগুলো পলিথিনে পেঁচিয়ে ব্যাগে ভরে ফ্ল্যাট থেকে বের হয়ে যান।

এই হত্যার তদন্তে পশ্চিমবঙ্গের সিআইডির চার সদস্যের দল গতকাল রাতে ঢাকায় পৌঁছেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে আমাদের একটি টিমও সেখানে (ভারত) যাবে।’

আরও পড়ুন:


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *