অনলাইন ডেস্ক :: নতুন বছরের প্রথম দিনে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ শুরু হয়েছে। তবে সিলেটের দুটি উপজেলা এবং বিয়ানীবাজারের চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এখনো নতুন বই পায়নি। এই পরিস্থিতি শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। বই না পেয়ে ফিরে গেছে অনেক শিক্ষার্থী
বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির সকল বই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো হয়েছে। তাদের বই সব শিক্ষাপ্রতিষ্ঠানে এলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কোনও বই আসেনি। ফলে বছরের প্রথম দিন এই দুই শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই পাচ্ছে না। এ নিয়ে কিছুটা মন খারাপ শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের।
বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রম বাদ দিয়ে ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবই পরিমার্জন করে ছাপানোর সিদ্ধান্ত নেয়। এই প্রক্রিয়ায় বই পরিমার্জন ও ছাপার কাজে কিছুটা দেরি হয়। যার ফলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির বই এলেও চতুর্থ ও পঞ্চম শ্রেণির বই আসেনি। তবে কয়েক দিনের মধ্যে চলে আসবে। তখন সব শিক্ষার্থীকে বই দেওয়া হবে।
সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ জানান, কতজন শিক্ষার্থীদের বই দেওয়া হয়েছে তা এখন বলা যাচ্ছে না। সিলেটের দুইটি উপজেলা বাদে সবকটি উপজেলার শিক্ষার্থীদের আজ বই দেওয়া হয়েছে। তবে শিগগিরই সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে, দেশের রাজনৈতিক পটপরিবর্তনে পাঠ্যপুস্তকে এসেছে বেশ কিছু পরিবর্তন, যার জন্যে অনেক সংশোধন-পরিমার্জন করেছে এনসিটিবি। ফলে বই ছাপানোর কাজও শুরু হয়েছে দেরিতে। এসব কারণে বিগত বছরগুলোর মতো এবার বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারছে না সরকার। তবে, ওয়েবসাইটে উন্মুক্ত হচ্ছে পরিমার্জিত পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন।
নতুন বই সবার হাতে দিতে না পারায় পাঠ্যবইয়ের অনলাইন ভার্সনে প্রকাশের উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক ও মাধ্যমিকের ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে, যা অনলাইনে এনসিটিবির ওয়েবসাইটে বইয়ের পিডিএফ কপি পাওয়া যাবে আজ থেকে। বুধবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।