ডেক্স রিপোর্ট : এবারের বইমোলায় বেরিয়েছে কথাশিল্পী মালেকা পারভীন এর প্রথম কাব্যগ্রন্থ ‘গোপন দু:খটার কাছে’। বইটি প্রকাশ করেছে সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘বুনন’। মালেকা পারভীন মূলত ছোটগল্প লিখে থাকেন। কবিতাও তাঁর কাছে আরেক ভালোবাসা। তাঁর কবিতায় সমসাময়িক প্রসঙ্গ ও মানবতাবাদী উচ্চস্বরের জন্য কবিতাপাঠকের কাছে সবসময়ই স্বাতন্ত্র্য।
ভীষণরকম ভালোবাসাবাসির পরও একসময় আমরা
পাশ ফিরি, যে যার মতো হিসাবের খাতা খুলে বসি;
কী দিলাম আর কী পেলাম দেয়া-নেয়ার ব্যালান্সশীটে
কুঁকড়ে যায় সব প্রেম ও প্রতিজ্ঞার অহেতুক আহাজারি আছে তাঁর কবিতায়। ৪ ফর্মা ৬৪ পৃষ্টার এ কাব্যগ্রন্থে মোট ৫৩টি কবিতা আছে। নির্ঝর নৈঃশব্দ্যে আঁকা দৃষ্টিনন্দন প্রচ্ছদে এই বইয়ের মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলায় ‘বুনন’ এর ১০৩ নম্বর স্টলে।