ফের গ্রেফতার ইয়াবা সম্রাট তবারক

অপরাধ বিশ্বনাথ সিলেট
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: সিলেট তথা বাংলাদেশের বিখ্যাত মাদক সম্রাট ও ১৫টি মামলার আসামি তবারক আলী ওরফে ‘ইয়াবা সুমন’কে (৪২) গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। রোববার (১১ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামে থানা পুলিশ ও ডিবি পুলিশের এক যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তবারক আলী ওই গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তবারক আলী সিলেট তথা বাংলাদেশের মধ্যে একজন চিহ্নিত মাদক মাফিয়া। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, ধর্ষণ, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে অন্তত ১৫টি মামলা রয়েছে। ইতিপূর্বে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ বাংলাদেশ সেনাবাহিনীর হাতেও সে গ্রেফতার হয়েছিল। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও থানা পুলিশের যৌথ দল তার বাড়িতে হানা দেয়। এসময় তার সহযোগীরা পালিয়ে গেলেও পুলিশ তবারককে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাকে গত বছরের একটি ডাকাতির প্রস্তুতি মামলায় (মামলা নং-১, তারিখ: ০১-০৩-২৫ইং) গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তবারক একজন পেশাদার অপরাধী এবং মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এলাকায় একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *